রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

খেলা
  >
ফুটবল

জাপানের কাছে বিধ্বস্ত হয়ে জার্মান কোচ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক ১০ সেপ্টেম্বর , ২০২৩, ২৩:৪১:৪৪

561
  • জার্মানের কোচ ফ্লিক। ছবি-ইন্টারনেট

২০০৪ সালের পর জাপানের বিপক্ষে হতাশ করেই চলেছে ফুটবল পরাশক্তি জার্মানী। সর্বশেষ কাতার বিশ্বকাপে জাপানের কাছে ১-২ গোলে হেরে আপসেটের শিকার হয়েছে জার্মানী।শনিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জাপানের কাছে আরও বড় ব্যবধানে হেরেছে জার্মানী। হারের ব্যবধান ১-৪।  

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পরও ঘুরে দাঁড়াতে পারেনি জার্মানী। হেরে গেছে পোল্যান্ড, কলাম্বিয়া, জাপানের কাছে। 

জার্মানীর এই চরম বিপর্যয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন কোচ ফ্লিক।ফলে দুই বছরের বেশি টিকতে পারলেন না এই কোচ।

ছাঁটাই-ই হলেন ৫৮ বছর বয়সী এই কোচ। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি।শুধু ফ্লিকই নন, তার সহকারী দুই কোচ মার্কাস সর্গ এবং ড্যানি রোহলকেও একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্রীড়া পরিচালক রুডি ফোলারকে নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। তাকে সহায়তা করবেন হ্যানেস উলফ এবং স্যান্ড্রো ওয়াগনার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন