বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

জর্জিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিল স্পেন

ক্রীড়া ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৩, ১২:০৮:৩৭

287
  • জর্জিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিল স্পেন

আলভারো মোরাতার হ্যাটট্রিকে ইউরোর বাছাইপর্বে জর্জিয়াকে উড়িয়ে দিয়েছে স্পেন। শুক্রবার রাতে জর্জিয়ার তিবলিসিতে ৭-১ গোলের বড় জয় পেয়েছে ২০১০ সালের ইউরো চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে শুরুতেই ম্যাচ নিজেদেও নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্পেন। ম্যাচের ২২ মিনিট গাভির সাথে ওয়ান টু পাসে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন মোরাতা। এর ৫ মিনিট পর নিজেদেও ভুলে দ্বিতীয় গোল খেয়ে বসে স্বাগতিকরা।

গোললাইন থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদেও জালে পাঠিয়ে দেন সলেমন। এরপর ৩৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান দানি অলমো। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখান পান মোরাতা। ৪-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় জর্জিয়া।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় স্বাগতিকরা। গোল করেন জর্জি। তবে তাতে কোনো লাভ হয়নি। ৬৫ থেকে ৭৪ মিনিটের মধ্যে তিন গোল খেয়ে বসে জর্জিয়া। প্রথমে ৬৫ মিনিটে দারুণ এক গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মোরাতা। তিন মিনিট পর গোল করেন নিকো উইলিয়ামস। আর ৭৪ মিনিটে গোল করেই ইতিহাসে নাম লেখান লামিনে ইয়ামাল। 

১৭ বছর পূর্ণ না হতেই জাতীয় দলে অভিষেক হওয়া এই তরুণ এখন স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডেও মালিক। গ্রুপ ‘এ’ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্পেন আছে দুই নম্বরে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে আছে স্কটল্যান্ড।

এদিকে, বাছাইপর্বেও আরেক খেলায় ব্রুনো ফার্নান্দেজের গোলে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন