বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

পিএসজির বিপক্ষে সৌদি ক্লাবের অধিনায়ক রোনালদো

ক্রীড়া ডেস্ক ১৭ জানুয়ারি , ২০২৩, ১০:৩২:৪৯

156
  • ছবি: ইন্টারনেট

আগেই আল নাস্‌র ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলার কথা নিশ্চিত করা হয়েছিল। এবার দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো পর্তুগিজ মহাতারকার নাম। 

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার। রোনালদোর সৌদি দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা সোমবার টুইট করে জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ। রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন তিনি। 

গত বছরের শেষ দিন আড়াই বছরের চুক্তিতে আল নাস্‌রে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাবের হয়ে এখনও অভিষেক হয়নি ৩৭ বছর বয়সী তারকার। 

আল নাস্‌রের জার্সিতে মাঠে নামার আগেই তাই সৌদি ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে রোনালদোর। 

সবকিছু পরিকল্পনামতো হলে পিএসজির বিপক্ষে আল হিলাল ও আল নাস্‌র সম্মিলিত দলের প্রীতি ম্যাচটি দিয়ে মুখোমুখি লড়াইয়ে দেখা হবে রোনালদো ও লিওনেল মেসির। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন