বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ , ৮ রমজান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

বেতিসকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক ১৩ জানুয়ারি , ২০২৩, ১০:৩০:৫৯

143
  • ছবি: ইন্টারনেট

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। আগের রাতে টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। কাতালানদের জয়ের নায়ক গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। 

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। সে সুবাদে ৪০তম মিনিটে এগিয়ে যায় কাতালানরা। রবার্ট লেভানডোভস্কির পা থেকে ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় বার্সা। উসমান ডেম্বেলের বাড়ানো বল গোলমুখের সামনে থেকে জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। 

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেতিস। তাইতো ৭৭তম মিনিটে দলটি ফেরে সমতায়। সে সময় নাবিল ফেকিরের নিচু শট আটকানোর জায়গায় ছিলেন না বার্সা গোলরক্ষক। অপেক্ষাকৃত ফাঁকায় থাকা ফেকিরের শট দূরের পোস্ট দিয়ে জালে ঢোকে।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে দ্বিতীয় মিনিটেই বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন আনসু ফাতি। ৯ মিনিট পর গোলটি শোধ দিয়ে দেন বেতিসের লরেঞ্জো মোরন। 

ম্যাচের শেষ দিকে আন্দ্রেস গুয়ারদাদোর লাল কার্ডে দশজনে পরিণত হয় বেতিস। তবে মাত্র দুই মিনিট বাকি থাকায় সুবিধা আদায় করতে পারেনি বার্সা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথম দুই শটে উভয় দলই বল জালে জড়ায়। তবে তৃতীয় ও চতুর্থ শটে গড়বড় করে ফেলে বেতিস। জুয়ানমি ও উইলিয়ামস কারবালহোর দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করে দেন টের স্টেগান। বার্সেলোনার পক্ষে পেদ্রির চতুর্থ শট জালে গেলে জয় নিশ্চিত হয়ে বার্সার।

রোববার ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা–রিয়াল মাদ্রিদ। তার মানে বছরের শুরুতেই দর্শকরা দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছে এল ক্লাসিকো। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন