শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করল পিএসজি

ক্রীড়া ডেস্ক ৫ জানুয়ারি , ২০২৩, ১১:২৪:০৭

146
  • ছবি: ইন্টারনেট

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে লম্বা ছুটি কাটিয়ে বুধবার পিএসজিতে ফিরেছেন লিওনেল মেসি। তাকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল প্যারিসের ক্লাবটি। এ দিনেই অনুশীলন শুরু করেন কিং লিও। তার আগে সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন। 

মেসির আগমন নিয়ে পিএসজির টুইটার অ্যাকাউন্টে বুধবার পোস্ট করা হয়েছে ৬ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়, অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবিও তুলেছে মেসি। 

এর আগে একাধিক ছবিতে মেসির দলে যোগ দেওয়ার মুহূর্তকে তুলে ধরেছে প্যারিসের ক্লাবটি। শুরুতে যে জামাকাপড় পরে এসেছেন তাতেই খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা গেল মেসিকে। পরে অনুশীলনের জার্সিতে দেখা করেছেন বাকিদের সঙ্গে। যাদের মধ্যে ছিলেন মেসির বন্ধু ও সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সে সময় দুজনের মুখেই লেগে ছিল হাসি। মেসি ও নেইমারের সেই ছবির নিচে ভক্তরাও করেছেন নানা ধরনের মন্তব্য। একজন লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ফিরে এসেছেন’, অন্য একজন লিখেছেন, ‘শক্তি ফিরে এসেছে।’

কেউ কেউ অবশ্য পিএসজি যেভাবে মেসিকে যেভাবে স্বাগত জানিয়েছে, তা পছন্দ করতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নকে স্বাগত জানানোর ধরনটা আরও রাজকীয় হতে পারত বলে মনে করছে তারা।

এর আগে বিশ্বকাপ জিতে বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটি কাটাতে জন্ম শহর রোজারিওতে চলে যান মেসি। সেখানেই বড়দিন পালন ও নতুন বছরকে বরণ করেন তিনি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন