শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাচ্ছে ভক্তরা

ক্রীড়া ডেস্ক ২ জানুয়ারি , ২০২৩, ২৩:৪৩:২৫

99
  • ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাচ্ছে ভক্তরা

ফুটবলের রাজা খ্যাত ব্রাজিলের কিংবদন্তি পেলের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছে তার পরিবার ও ভক্তরা। ব্রাজিলের স্থানীয় সময় আজ (সোমবার) সকালে কিংবদন্তী এই ফুটবলারের কফিন সান্তোস স্টেডিয়ামে নেয়া হয়। ভিলা বেলমিরো স্টেডিয়ামের কেন্দ্রস্থলে রাখা হয়েছে কিংবদন্তি ফুটবলারের কফিন।

দুপুর ১২টার দিকে পেলের ছেলে, মেয়ে, স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যরা কিংবদন্তীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এসময় কান্নায় ভেঙে পড়েন পেলের কন্যা ও স্ত্রী। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এছাড়া ব্রাজিলের অনেক তারকা ফুটবলার কিংবদন্তিকে শেষবার শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সান্তোসে।

পরিবারের সদস্যদেও শ্রদ্ধা জানানো শেষে ভক্ত-সমর্থকদেও জন্য খুলে দেওয়া হয় স্টেডিয়ামের দরজা। ভক্তরা লাইন দিয়ে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় তারকাকে।

এর আগে সকাল থেকেই কিংবদন্তিকে শেষবারের মতো দেখতে সান্তোস স্টেডিয়ামের বাইরে জড়ো হন কয়েক হাজার ভক্ত সমর্থক। ঘন্টার পর ঘন্টা তারা স্টেডিয়ামের বাইরে তারা অপেক্ষা করছেন পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। তারা পেলের প্রশংসায় গান গাইছেন সেখানে।

বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি। আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে মিলিটারি পুলিশের পাহাড়ায় আজ সকালে (ব্রাজিলিয়ান সময়) সান্তোসে আনা হয় তার দেহ। ভিলা বেলমিরো স্টেডিয়ামের কেন্দ্রস্থলে রাখা হয়েছে কিংবদন্তি ফুটবলারের কফিন। 

ভক্তরা মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তাকে শ্রদ্ধা জানাতে পারেন। এরপর পেলেকে নেওয়া হবে তার শতবর্ষী মা দোনা সেলেস্তের বাড়িতে। মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় কেবলমাত্র পরিবারের উপস্থিতিতে সমাহিত করা হবে কিংবদন্তি এই ফুটবলারকে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন