শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

বিএসপিএ-এর পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ৩১ ডিসেম্বর , ২০২২, ২৩:১৯:৫০

403
  • কাজী সালাহউদ্দিন। ছবি-সংগৃহিত

১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ৬০ বছর পূর্ণ করেছে ২০২২ সালে। ৬ দশক পূর্তি উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সর্বকালের সেরা ক্রীড়াবিদ মনোনীত করে তাকে আনুষ্ঠানিভাবে পুরস্কৃত করেছে।

বিএসপিএ-এর জুরি বোর্ডের বিচারে সর্বকালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা পারফরমার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে প্রথম সুপারস্টার, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম প্রতিনিধি, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদকে ভুষিত ফুটবলার কাজী সালাউদ্দিনকে দেয়া হয়েছে দ্বিতীয় সেরা'র পুরস্কার।

বাংলাদেশের ইতিহাসে দাবায় প্রথম সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টারের খেতাবপ্রাপ্ত নিয়াজ মোর্শেদকে দেয়া হয়েছে তৃতীয় পুরস্কার। সবাইকে ১ লাখ টাকা এবং ১টি করে ক্রেষ্ট দেয়া হয়েছে। তবে ঘটা করে সর্বকালের সেরা ক্রীড়াবিদের এই পুরস্কার নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।

খেলার মাঠে এবং মাঠের বাইরে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে ছিলেন প্রশংসিত সালাহউদ্দিন। বিতর্কহীনভাবে ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার কাটিয়ে প্রশংসিত সালাহউদ্দিন ২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতির দায়িত্ব পালন করার পর কেনো বিএসপিএ-এর বিবেচনায় সর্বকালের সেরা ক্রীড়া পুরস্কারে ভুষিত হননি, তা ক্ষুদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

সর্বকালের সেরা ক্রীড়াবিদের পুরস্কারে বিবেচিত না হওয়ায় শুক্রবার সালাউদ্দিনের অসন্তোষ প্রকাশের অভিব্যক্তি প্রকাশ পেয়েছিল। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করলেও পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে ছিলেন না তিনি। সালাউদ্দিনকে যোগ্য সম্মান না দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছে বাফুফে। 

 একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং বাংলাদেশের প্রথম সুপারস্টারকে যোগ্য সম্মান না দেয়ায় বিএসপিএ-এর উপর এতোটাই ক্ষুদ্ধ হয়েছে যে, বাফুফের সভাতেই এই পুরস্কার প্রত্যাখ্যানে সবাই একমত হয়েছে। শনিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সদস্যদের তীব্র ক্ষোভে দ্বিতীয় সেরা পুরস্কার প্রত্যাখান করে ক্রেস্ট এবং ১ লাখ টাকা বিএসপিএ কার্যালয়ে ফেরত পাঠিয়েছেন সালাহউদ্দিন।

পুরস্কার প্রত্যাখ্যান করার কারণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে বাফুফে-‘গত ৩০ ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনাগাঁও-এ বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারপ্রাপ্ত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পর পর চতুর্থ মেয়াদে নির্বাচিত সম্মানীত সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনকে প্রদত্ত 'দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ' এর পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একজন বীর মুক্তিযোদ্ধাকে উক্ত প্রহসনের পুরস্কার প্রদান আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীনবাংলা ফুটবল দলেকে অবমাননা করার সামিল এবং একই সঙ্গে ক্রীড়াঙ্গন তথা ফুটবল সংশ্লিষ্ট মহলের জন্য অবমাননাকর।’

ক'দিন আগে বডি বিল্ডিং ফেডারেশনের বিবেচনায় সেরা বডি বিল্ডার পুরস্কার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তা নিয়ে সারা দেশে চলছে নিন্দার ঝড়। সেই বিতর্ক থাকতে থাকতে ক্রীড়া লেখক সমিতির সর্বকালের সেরা ক্রীড়াবিদ পুরস্কার নিয়েও উঠলো বিতর্ক।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন