মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

এক নজরে কিংবদন্তি পেলে

ক্রীড়া ডেস্ক ৩০ ডিসেম্বর , ২০২২, ১০:১৪:৫৮

169
  • ছবি: ইন্টারনেট

‘কালো মানিক’ খ্যাত পেলে কোলন ক্যান্সারে সাথে যুদ্ধে অবশেষে হার মানলেন। ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সাও পাওলোর একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। ফুটবলের অসংখ্য রেকর্ডে জড়িয়ে আছে পেলের নাম। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতার পথে যেসব কীর্তি গড়েছেন, সেসবই তাকে অমর করে রাখবে ইতিহাসের পাতায়। 

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন পেলে। ফুটবলের অনেক প্রথম এবং বেশকিছু রেকর্ড এসেছে তার হাত ধরেই। সময়ের সাথে সাথে সেসব রেকর্ডের কিছু কিছু ভেঙ্গে গেলেও, পেলের কীর্তি তাতে একটুও মলিন হবে না। ব্রাজিলিয়ান কিংবদন্তির ক্যারিয়ার এক নজরে দেখে নেয়া যাক— 

ব্রাজিলের জার্সিতে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয় পেলের। দেশটির হয়ে এ তারকা জেতেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ। এরপর লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির হয়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি, গোল করেন ৭৭টি। যা এখনও ব্রাজিলের কোনো ফুটবলারের পক্ষে সর্বোচ্চ। 

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাস্তোসেই বেশিরভাগ সময় কাটিয়েছেন পেলে। ক্লাবটির হয়ে ১৮ বছর (১৯৫৬-১৯৭৪) খেলেন তিনি, গোল করেন ৬১৮টি। ক্যারিয়ারের শেষ দিকে নিউ ইয়র্ক কসমসের হয়ে দুই বছর খেলেন ব্রাজিলের এই কিংবদন্তি।

বিশ্বকাপে ১২ টি গোল করেছেন পেলে। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি রেকর্ড গড়ার আগে বিশ্বকাপেড় ইতিহাসে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টও ছিল পেলেরই। বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড় এখন পর্যন্ত তিনি। 

১৯৫৮ বিশ্বকাপের সেমি-ফাইনালে হ্যাটট্রিক এবং ফাইনালে করেছিলেন জোড়া গোল। সেই সময় পেলের বয়স ছিল ১৭ বছর! 

১৯৬২ বিশ্বকাপে এক ম্যাচ খেলেই চোটে আক্রান্ত হওয়ায় আর খেলতে পারেননি। তবে ব্রাজিল বিশ্বকাপ জেতায় সেটি পেলের জয় হিসেবেও বিবেচিত হয়। 

১৯৭০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান পেলে। ফাইনালে গোল করেন তিনি। ইতালিকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের পাশাপাশি জুলেরিমে ট্রফি চিরতরে নিজেদের করে নেয় তারা।

পেলেকে একটা সময় ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল। নিজেদের সেই অমূল্য সম্পদ হারিয়ে এখন শোকে মুহ্যমান দেশটি। তার মতো এমন একজন তারকা ফুটবলার নিশ্চয়ই আর জন্ম নেবে না ব্রাজিলে। 

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন