শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

তৃতীয় স্থানের সন্তুষ্টি ক্রোয়েশিয়ার

স্পোর্টস রিপোর্টার ১৭ ডিসেম্বর , ২০২২, ২৩:৪৫:৩৯

224
  • তৃতীয় স্থানের সন্তুষ্টি ক্রোয়েশিয়ার

ক্রোয়েশিয়া ২ : মরক্কো ১

প্রথম আরব দেশ এবং আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস রচনায় সারা বিশ্বের ফুটবল সমর্থকদের হাততালি পেয়েছে মরক্কো। ফুটবলের নতুন শক্তি মরক্কোর স্বপ্নযাত্রা থেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখে পড়ে।

থেমে গেছে বিশ্বকাপে তাদের স্বপ্নযাত্রা। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ক্রোয়েশিয়ার কৌশলের সঙ্গে পেরে ওঠেনি। ১৯৯৮ সালে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারানোর দুই যুগ পর  অতীতটাই ফিরে পেয়েছে ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপে।

শনিবার তৃতীয় স্থান নির্ধারনী  ম্যাচেও একই ব্যবধানে (২-১)  মরক্কোকে হারিয়েছে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্য রানার্স আপে নেতৃত্ব দেয়া লুকা মদ্রিচ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দেশটিকে দিয়েছেন তৃতীয় স্থানের মর্যাদা।রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট উইনারের বিশ্বকাপ থেকে বিদায়টাও হয়ে রইল স্মরণীয়। 

গ্রুপ রাউন্ডে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশুন্যভাবে ড্র' দিয়ে শুরু হয়েছিল মরক্কোর স্বপ্নযত্রা। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে ক্রোয়েশিয়ার ৪-২-৩-১ ফরমেশনকে ভালই চ্যালেঞ্জ ছুঁড়েছিল মরক্কো। তবে অভিজ্ঞতার কাছে হার মেনেছে মরক্কো।

 খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরুতে প্রথম আক্রমন থেকে ক্রোয়েশিয়া গোল পেলে ধাক্কা  খায় মরক্কো।খেলার ৭ মিনিটের মাথায় মদ্রিচের ফ্রি কিক থেকে ইভান পেরিসিচের হেড থেকে জটলার মধ্যে ডাইভিং হেডে দলকে এগিয়ে দেন ইয়োস্কো গাভারদিওল (১-০)।মাত্র দুই মিনিট পর সমতায় ফেরে মরক্কো। ডান প্রান্ত থেকে হাকিম জিয়াশের ফ্রি কিক ক্রোয়েশিয়া ডিফেন্ডার লভরো  হেড করে ক্লিয়ার করতে পারেননি। শুণ্যে ভাসা বলে পাল্টা হেড দিয়ে সমতা আনেন মরক্কোর আশরাফ দারি (১-১)। জাতীয় দলের হযে এটাই তার প্রথম গোল। 

এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে মরক্কো  বেশ ক'বার। তার মধ্যে ২৮ মিনিটের মাথায় জিয়াশ- আশরাফ হাকিমির কম্বিনেশনে যে থ্রুটি ছিল, তাতে পা ছোঁয়াতে ব্যর্থ হন ইউসেফ এন-নেসিরি।

খেলার ৪২ মিনিটের মাথায় ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে লিভাজার পাস থেকে বক্সের ডান দিকে বল পেয়ে যান অরসিচ। তার কোনাকুনি শটে, বল জালে জড়ায় (২-১)।

খেলার ইনজুরি টাইমের ৫ম মিনিটে এল নেসেরি হারান সমতার সুবর্ণ সুযোগ। আতিয়াতের ক্রস থেকে তার নেয়া হেড ক্রসবার ঘেঁষে বাইরে গেলে চতুর্থ স্থানের সন্তুষ্টি নিয়ে শেষ হয় মরক্কোর বিশ্বকাপ স্বপ্নযাত্রা। চতুর্থ হয়েও দলটি পেয়েছে ২৫ মিলিয়ন ডলার প্রাইজমানি। তৃতীয় হয়ে ক্রোয়েশিয়া পেয়েছে সেখানে ২৭ মিলিয়ন ডলার। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন