বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

কাতারে পৌঁছেছেন রোনালদোরা

ক্রীড়া ডেস্ক ১৯ নভেম্বর , ২০২২, ১৯:১৫:২৪

122
  • ছবি: ইন্টারনেট

পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসানোর স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। 

সম্প্রতি নিজের ক্লাব ম‌্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে প্রতারিত হওয়ার অভিযোগ তুলেছেন রোনালদো। তাই তাকে নিয়ে আলোচনা সর্বত্র। কাতারে তার দিকেই নজর ছিল সবার। বিমানবন্দরে অবশ‌্য রোনালদোকে বেশ হাসিখুশিই লেগেছে। বিমান থেকে নেমে টিম বাসে উঠার সময় ক‌্যামেরায় লুক দিয়ে মুখে হাসি রেখেছেন পর্তুগালের অধিনায়ক।

কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর শেষ বিশ্বকাপ। কাতারে পা রাখার আগে বৃহস্পতিবার নাইজেরিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম‌্যাচ খেলেছিল পর্তুগাল। ৪-০ গোলে জয় পাওয়া ম‌্যাচে রোনালদো অসুস্থতার কারণে মাঠে নামেননি। তবে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে মাঠে নামার আগে সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে পর্তুগাল। এই গ্রুপে রোনালদোদের বড় বাধা উরুগুয়ে। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল পর্তুগাল। এছাড়া তারা খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও।

কাতার বিশ্বকাপের পর্দা উঠছে রোববার বাংলাদেশ সময় রাতে। তার আগেই সেখান পা রেখেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা। যে কারণে বিশ্বকাপের উন্মাদোনা আরও বেড়েছে কয়েকগুন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন