বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

খেলা
  >
ফুটবল

আরও তিন বছর খেলতে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক ১৯ নভেম্বর , ২০২২, ১০:২১:৫০

136
  • ছবি: ইন্টারনেট

বয়স ৩৭। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের ইতি টানার সময় চলে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে এ তারকা ব্যাপারটি নিয়ে এখনই ভাবছেন না। আরও তিন বছর খেলা চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন সিআর সেভেন। 

টক টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমি আরও দুই, তিন বছর সর্বোচ্চ খেলতে চাই। আমি চল্লিশে থামতে চাই। থামার জন্য এটি ভাল বয়স হবে।’  এখন ৩৭ বছর বয়স চলছে রোনালদোর। চাইলেও পরের বিশ্বকাপ খেলতে পারবেন না। বয়স যে বড় বাঁধা হয়ে দাঁড়াবে। তবে বলে দেবে সময়।

রোনালদোর চিন্তায় আপাতত কাতার বিশ্বকাপ। তিনি আশা করেন তার দল পর্তুগাল এবার ভাল কিছুই করবে, ‘আমি খুবই আশাবাদী। আমাদের একজন দুর্দান্ত কোচ আছে, আমাদের এই প্রজন্মের ভালো কিছু ফুটবল খেলোয়াড় আছে। একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলার জন্য আমি অপেক্ষায় আছি।’

ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা ফ্রান্স-জার্মানির মতো শক্তিশালী দলগুলো টপকে বিশ্বকাপ জয় করা কঠিন। সেটি রোনালদো ভালো করেই জানেন। তবে তিনি হাল ছাড়ছেন না, ‘এই বিশ্বকাপ কঠিন হতে চলেছে। অত্যন্ত কঠিন। তবে সবকিছুই সম্ভব, অবশ্যই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।’

কাতার বিশ্বকাপে পর্তুগাল এইচ গ্রুপ থেকে লড়বে। ২৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথম ম্যাচ পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। গ্রুপের অন্য দল দুটি হলো উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন