রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে যে কীর্তি শুধুই মুশফিকের

ক্রীড়া ডেস্ক ১৮ জুন , ২০২৫, ১৩:৫৩:০৭

109
  • ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট হতে দাপট দেখাচ্ছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার প্রথম দিনে তিনি তুলে নেন সেঞ্চুরি। বুধবার দেড়শ পার করে ছুঁটছেন ডাবলের দিকে। এরইমধ্যে এ তারকা ব্যাটার আন্তর্জাতিক অঙ্গনে গড়েছেন এক ব্যতিক্রমী রেকর্ড। তিনি এখন এমন একজন ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল না করেই করেছেন সবচেয়ে বেশি রান!

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, গলে ব্যাট করতে নেমে মুশফিক অতিক্রম করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে। এতদিন ধরে এই রেকর্ড ছিল গিলক্রিস্টের দখলে, যিনি ব্যাট হাতে অসংখ্য ম্যাচে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিলেন, তবে বল হাতে কখনোই দেখা যায়নি। এবার সেই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এ ব্যাটার। 

গত দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতাচ্ছেন মুশফিক। ব্যাটিং অর্ডারে বেশ কয়েক জায়গায় তিনি খেলেছেন। তবে ঠিকই নিজের ধারাবাহিকতা ধরে রেখে চলছেন। চলমান গল টেস্টে অধিনায়ক শান্তর সঙ্গে গড়ে তুলেছেন ২৬৪ রানের জুটি। শান্ত ফিরলেও মুশফিক অপরাজিত থেকে ইনিংস বড় করে চলেছেন। ব্যাট হাতে তার এই ধারাবাহিকতা আবারও প্রমাণ করছে কেন তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার।

মুশফিকের এই রেকর্ডটি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫ হাজার রানের মালিক তিনি, অথচ নিজের নামের পাশে কোনো বোলিং ফিগার নেই। এমন নজির ক্রিকেট ইতিহাসে বলতে গেলে বিরলই। 

এক নজরে সংক্ষেপে ব্যাতিক্রমী সেই রেকর্ড 

মুশফিকুর রহিম: আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক (যিনি একটিও বল করেননি)

পূর্ববর্তী রেকর্ডধারী: অ্যাডাম গিলক্রিস্ট

রেকর্ড গড়েন: গল টেস্ট, জুন ২০২৫

মোট রান: প্রায় ১৫,০০০+ আন্তর্জাতিক রান (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন