বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আইসিসির এপ্রিল মাসের সেরা মিরাজ

ক্রীড়া ডেস্ক ১৪ মে , ২০২৫, ১৪:২৩:২৪

187
  • ছবি: ক্রিকইনফো

আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই পুরস্কারের জন্য তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্সের। আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হওয়া মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

গত মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে দারুণ অবদান রাখেন মিরাজ। বিশেষ করে চট্টগ্রাম টেস্টে তো একাই স্পটলাইট কেড়ে নিয়েছেন। ওই ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বড় জয় এনে দেয়ার নায়ক তিনিই।

সিলেট টেস্টেও বল হাতে উজ্বল ছিলেন মিরাজ। দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচ বাংলাদেশ হারলেও সিরিজসেরার পুরস্কার জেতেন মিরাজ। সবদিক মিলিয়ে এপ্রিলের মাস সেরায় সবচেয়ে এগিয়েই ছিলেন মিরাজ।

আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরা ক্রিকেটার হতে পারা আমার জন্য অসাধারণ এক সম্মান। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, আমার সতীর্থ, কোচ ও সমর্থকদের সঙ্গে এই অর্জন আমি ভাগ করে নিতে চাই। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার মতোই এটার মূল্যও আমার কাছে অনেক।’

তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে এবং দেশের জন্য ধারাবাহিকভাবে অবদান রাখার লক্ষ্যে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।’

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন