বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

রোহিত-কোহলিকে ২০২৭ বিশ্বকাপে দেখছেন না গাভাস্কার

ক্রীড়া ডেস্ক ১৩ মে , ২০২৫, ২১:৪০:৪৮

167
  • ছবি: ইন্টারনেট

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।  আগেই তারা টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারা কেবল ওয়ানডে ক্রিকেট খেলবেন। এখন প্রশ্ন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলবেন? তা নিয়ে নিজের মতামত জানালেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। 

গাভাস্কারের মতে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত ও কোহলির ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রভাবিত হবে। লিটিল মাস্টার বলেন, ‘আমার মনে হয় না ওরা ওয়ানডে বিশ্বকাপ খেলবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না ওরা আর বিশ্বকাপে খেলতে পারবে। তবে আগামী এক বছরে দুজনেরই দুর্দান্ত ফর্মে আসার সম্ভাবনা রয়েছে। যদি ধারাবাহিকভাবে সেঞ্চুরি করতে পারেন তাহলে ঈশ্বরও তাঁদের দল থেকে সরাতে পারবেন না।’ 

২০২৭ সালে বিশ্বকাপে রোহিত-কোহলির ব্যাপারে নির্বাচক কমিটির ভূমিকা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গাভাস্কার, ‘ওই দুই খেলোয়াড় দেশের গর্ব। তাঁদের অনেক অবদান রয়েছে। ফলে তাঁদের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নেওয়া হবে কি না সেই বিষয়ে নির্বাচন কমিটিকে চিন্তাভাবনা করতে হবে। যদি নির্বাচন কমিটি মনে করে, তারা খেলার যোগ্য তাহলে দলে নেবে। ওঁদের অভিজ্ঞতা যে অনেকের থেকে বেশি সেই ব্য়াপারে তো কোনও সন্দেহ নেই।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন