মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

সাউদির শেষ টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩১৫

ক্রীড়া ডেস্ক ১৪ ডিসেম্বর , ২০২৪, ১৩:২৬:৩৫

92
  • ছবি: ইন্টারনেট

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সেডন পার্কে ম্যাচের শুরুতে মেয়েকে কোলে নিয়ে মাঠে ঢুকেছিলেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। তবে শনিবার বল হাতে নিতে পারেননি তিনি। তার দল আগে ব্যাট করতে নেমে এদিন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দিন শেষে তুলেছে ৯ উইকেটে ৩১৫ রান। 

শনিবার টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। এক বছরের বেশি সময় পর টেস্টে নিউ জিল্যান্ডকে ওপেনিং জুটিতে শত রানের জুটি এনে দেন অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়াং। শেষ পর্যন্ত এ জুটি ভাঙে ইয়াং ৩১তম ওভারে। সে সময় ৪২ করা ইয়াংকে ফেরান গাস অ্যাটকিনসন।  এরপর  ৬৩ রান করেন ল্যাথাম। 

এদিকে তিনে নেমে বেশ খেলছিলেন কেইন উইলিয়ামসন। তবে  ম্যাথু পটসের বল ঠেকানোর পর তা স্টাম্পে আঘাত করার পথে ছিল। পা দিয়ে বলটি থামানোর চেষ্টা করেও বোল্ড হওয়া এড়াতে পারেননি উইলিয়ামসন। 

ওপেনিং জুটির পর দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এসেছে অষ্টম উইকেটে দুই বোলারের সৌজন্যে। মিচেল স্যান্টনার–ম্যাট হেনরি ৫৪ বলে ৪১ রানের জুটি গড়েন। ৫০ রানে দিন শেষে অপরাজিত স্যান্টনার। তাঁর সঙ্গী উইল ও’রুর্কি। শেষ টেস্ট খেলতে নামা সাউদির ব্যাট থেকে এসেছে তাঁর স্বভাবসুলভ ‘ক্যামিও’ ইনিংস—৩ ছক্কা ও ১ চারে ১০ বলে ২৩। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট অ্যাটকিনসন ও পটসের।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৮২ ওভারে ৩১৫/৯ (ল্যাথাম ৬৩, স্যান্টনার ৫০*, উইলিয়ামসন ৪৪, ইয়াং ৪২, সাউদি ২৩; অ্যাটকিনসন ৩/৫৫, পটস ৩/৭৫, কার্স ২/৭৮, স্টোকস ১/৮৬)—প্রথম দিন শেষে।

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন