মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ভারতকে ১০ উইকেটে উড়িয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক ৮ ডিসেম্বর , ২০২৪, ১২:৩৬:৫৬

169
  • ছবি: ক্রিকইনফো

জয়ের মঞ্চটা আগের দিনেই তৈরি করেছিল অস্ট্রেলিয়া। শুধু সময়ের অপেক্ষায় ছিল তারা। অ্যাডিলেডে রবিবার বাংলাদেশ সময় সকালেই সেই অপেক্ষার অবসান হয় প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের আগুনঝরা বোলিংয়ে সুবাদে। এ ম্যাচে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে স্বাগতিকরা ৫ ম্যাচ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতায় ফিরল। 

ভারতের দ্বিতীয় ইনিংস ১৭৫ রানে থেমে গেলে ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়ার। ৩.২ ওভারে  ওই রান তুলে নেন দুই অজি ওপেনার। বলের হিসেবে এই টেস্টের আয়ু ছিলো ১০৩১, দুই দলের মধ্যেকার এটাই সংক্ষিপ্ততম টেস্ট।  সময়ের বিবেচনায় ইতিহাসে নাম উঠল এই টেস্টের। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে কম বল খেলে ফল আসা টেস্ট এটিই। এর আগে গত বছর ইন্দোরে ১১৩৫ বলে টেস্ট জিতেছিলো ভারত। 

দ্বিতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায়ও পড়েছিল ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৫৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার দল। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করা ভারত কোন রান যোগ করার আগেই হারায় রিশভ পান্তের উইকেট। ৩১ বলে ২৮ করা কিপার ব্যাটার মিচেল স্টার্কের বলে ক্যাচ দেন স্লিপে। এরপর ভারতের গুটিয়ে যাওয়া ছিল স্রেফ সময়ের ব্যাপার।

অজি অধিনায়ক প্যাট কামিন্স এরপর টানা তিন উইকেট তুলে পুরো করেন নিজের পাঁচ শিকার। রবিচন্দ্রন অশ্বিন, হারশিত রানারা দ্রুত ফিরলেও এই ইনিংসেও কিছুটা প্রতিরোধ দেখান নিতিশ কুমার রেড্ডি। দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেস অলরাউন্ডার প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও করেন ৪২ রান, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ভারতের চার ইনিংসের মধ্যে তিনবারই তার চল্লিশ ছাড়ানো রান হলো দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এতে বোঝা যায় কতটা ভঙ্গুর ছিলো ভারতের ব্যাটিং।

অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে প্রথম ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন স্টার্ক, দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে বোলিংয়ের দায়িত্ব পালন করেন কামিন্স। তবে ব্যাট হাতে  সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ট্রেভিস হেড। বাঁহাতি ব্যাটার ১৪১ বলে ১৪০ রানের ঝড়ো ইনিংসই অ্যাডিলেড টেস্টের ভাগ্য গড়ে দেয়। 

সংক্ষিপ্ত স্কোর: 

ভারত: ১৮০ ও ১৭৫ (রেড্ডি ৪২, গিল ২৮, পন্ট ২৮; কামিন্স ৫/৫৭, বোলান্ড ৩/৫১, স্টার্ক ২/৬০)। 

অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯ ( ম্যাকসুয়েনি ১০*, খাজা ৯*; বুমরা ০/২)। 

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। 

ম্যাচসেরা: ট্রাভিস হেড

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন