মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

এক বছর পর ওয়ানডে দলে আফিফ, নেই সাকিব-নাজমুল

ক্রীড়া ডেস্ক ২ ডিসেম্বর , ২০২৪, ১৬:৪৭:০৬

129
  • ছবি: ইন্টারনেট

কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তিনি। তার জায়গা টেস্টের মতো ওয়ানডেও নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই। যে কারনে তিনিও নেই। এদিকে এক বছর ওয়ানডে দলে ফিরলেন আফিফ হোসেন।  বাঁহাতি এ ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের।

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে লড়াই। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে, ১০ ও ১২ ডিসেম্বর। সব কটিই ম্যাচ হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন