মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ছন্নছাড়া ব্যাটিং চলছেই টাইগারদের

ক্রীড়া ডেস্ক ২ ডিসেম্বর , ২০২৪, ১০:৫৫:৫০

109
  • ছন্নছাড়া ব্যাটিং চলছেই টাইগারদের

মাঠ বদলায়, উইকেটের আচারন বদলায় শুধু বদলায় না বাংলাদেশের ব্যাটিং। সেটাই যেন দেখা গেল টাইগারদের ব্যাটিংয়ে রবিবার জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন। শাহদাত হোসেন দিপু ও সাদমান ইসলাম ভাল কিছু আশা জাগালেও তাদের বিদায়ের পর হঠাৎ ধস নামে টাইগারদের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত আরেকটি হতাশা উপহার দিয়ে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ রোববার ৩৭ ওভার ব্যাট করে দিন শেষ করে ১ উইকেটে ৭০ রান নিয়ে। এখনও ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

রবিবার সকালে শামার জোসেফের দুর্দান্ত একটি স্পেল ভেঙে দেয় বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ইনিংসজুড়ে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে চাপে রাখেন জেডেন সিলস। ইনিংস শেষে তার বোলিং ফিগার অবিশ্বাস্য, ১৫.৫-১০-৫-৪!

দ্বিতীয় দিনে ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দুই দফার দুটি ধসে বাকি ৮ উইকেট হারায় তারা। প্রথম দফায় ৪ উইকেট পড়ে ১৫ রানের মধ্যে। এরপর শেষ ৪ উইকেট হারায় তারা ২৫ রানের মধ্যে।

দুই ধসের মধ্যে দারুণ দৃঢ়চেতা ও ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ১১৬ বলে ৪১ রানের জুটি গড়েন তারা। আগের দিন দুইবার জীবন পেয়ে ফিফটি করা সাদমান ইসলাম। তবে রবিবার ইনিংস বড় করতে পারেননি তিনি। সাদমানের ২০৭ মিনিটের লড়াই থামিয়ে দেন শামার জোসেফ। ১৩৭ বলে ৬৪ রান করে ফেরেন এই ওপেনার। এদিকে ১৪০ মিনিট ক্রিজে কাটিয়ে শাহাদাত ২২ রান করতে পারেন ৮৯ বল খেলে।

৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলের হয়ে লড়াই করেন মিরাজ ও তাইজুল। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় উইকেটে পড়ে থাকেন দুজন। প্রায় ২০ ওভার কোনো উইকেট পড়তে দেননি তারা।

লাঞ্চের পর শর্ট বলে তাইজুল ইসলামকে (৬৬ বলে ১৬) ফিরিয়ে এই জুটি ভাঙেন আলজারি জোসেফ। একটু পর সিলসের শর্ট বলে পুল করে ক্যাচ দেন তিন ঘণ্টার বেশি লড়াই করা মিরাজ (৭৫ বলে ৩৬)। লোয়ার অর্ডারকেও দাঁড়াতে দেননি সিলস।

ক্যারিবিয়ান দুই ওপেনার ব্যাটিংয়ে নামার পর খুব একটা সুবিধা করতে পারেননি। নতুন বলে তাদেরকে চেপে ধরেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এরপর নাহিদ রানা আক্রমণে এসে গতিতে নাড়িয়ে দেন মিকাইল লুইকে। ব্র্যাথওয়েট ৩৩* ও কার্টি ১৯* রানে ব্যাট করছেন। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১.৫ ওভারে ১৬৪ (আগের দিন ৬৯/২)(সাদমান ৬৪, শাহাদাত ২২, লিটন ১, জাকের ১, মিরাজ ৩৬, তাইজুল ১৬, তাসকিন ৮, হাসান ৫*, নাহিদ ০; রোচ ১৫-২-৪৫-২, সিলস ১৫.৫-১০-৫-৪, শামার জোসেফ ১৫-৩-৪৯-৩, আলজারি জোসেফ ১৪-৩-২৯-১, গ্রেভস ৭-২-১৪-০, হজ ৪-০-১৪-০, ব্র্যাথওয়েট ১-০-১-০)।

ওয়েস্ট ইন্ডিস ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১ (ব্র্যাথওয়েট ৩৩*, লুই ১২, কার্টি ১৯* ; হাসান ৭-২-১৬-০, তাসকিন ৮-৫-১১-০, নাহিদ ৯-০-২৮-১, তাইজুল ১০-৭-৭-০, মিরাজ ৩-১-২-০)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন