বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

মার্শ বিশ্রামে, অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জশ ইংলিস

ক্রীড়া ডেস্ক ৬ নভেম্বর , ২০২৪, ১১:১৯:১৪

153
  • ছবি: ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়োমিত অধিনায়ক  মিচেল মার্শকে বিশ্রামে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ সিরিজে তাই  অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন  না ট্রাভিস হেডও। ইংলিস পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন। পার্থে সেই ম্যাচে থাকবেন না অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড। তিনজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে।
 
এদিকে ওয়ানডে  সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক, মারনাস লাবুশেনও। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া বোর্ডার গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা।
 
শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের কাভার হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে। 
 
২৯ বছর বয়সী ইংলিস অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও।
 
টি-টোয়েন্টির নেতৃত্বের বিবেচনায় ছিলেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্ট। তাদের সবারই বিগ ব্যাশে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। এমনকি এই অভিজ্ঞতা আছে ন্যাথান এলিসেরও। ইংলিসের উল্লেখযোগ্য অভিজ্ঞতা বলতে আছে কেবল ২০২২ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার’স একাদশকে নেতৃত্ব দেওয়া। গত মৌসুমে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের সহ-অধিনায়ক ছিলেন তিনি। তবে নেতৃত্বের সহজাত গুণ ও ট্যাকটিক্যাল মেধার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরিচিতি আছে ইংলিসের। 
 
প্রধান নির্বাচক জর্জ বেইলির কথায়ও তা ফুটে উঠল। জর্জ বেইলি বলেন, ‘আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ জশ। মাঠের ভেতরে-বাইরে দারুণ সম্মানও পায় সবার কাছ থেকে। আগে সে প্রাইম মিনিস্টার’স একাদশকে নেতৃতব দিয়েছে এবং এই ভূমিকায় সে ট্যাকটিকাল মনন ও ইতিবাচক মানসিকতা বয়ে আনবে। মাঠে ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পার পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের কাছ থেকেও সবরকম সহায়তা পাবে জশ।’
 
ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার অ্যাডি লেইডে দ্বিতীয় ম্যাচটি খেলে টেস্টের প্রস্তুতি চলে যাবেন কামিন্স-স্মিথরা। রবিবার পার্থে শেষ ম্যাচে টস করবেন ইংলিস। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন