শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে বুমরাকে নেতৃত্বে দেখার চান গাভাস্কার

ক্রীড়া ডেস্ক ৫ নভেম্বর , ২০২৪, ১৮:০৯:০২

119
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে থেকে ভারতের সিনিয়র ক্রিকেটারদের অবসর প্রসঙ্গ উঠে এসেছে। এরমধ্যেই গুঞ্জন, অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটি খেলতে পারবেন না রোহিত শর্মা। শুধু তাই নয় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও তার রয়েছে শঙ্কা। এ ব্যাপারটি নজরে এসেছে কিংবদন্তি সুনীল গাভাস্কারেরও। সেই সব খবর দেখে ভারতের টিম ম্যানেজমেন্টকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের নেতৃত্ব জাসপ্রিত বুমরাকে দেওয়া কথা বলেছেন তিনি। 

রোহিত শর্মা নেতৃত্ব দিতে না পারলে সহ:অধিনায়ক বুমরার ওপর পড়বে সেই দায়িত্ব। তবে এক টেস্টে দুই জনের নেতৃত্বের পক্ষে নন গাভাস্কার। 

প্রথম দুই টেস্টে রোহিত না থাকলে তাঁকে পরের ম্যাচগুলোয় শুধুই একজন খেলোয়াড় হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুরো সিরিজের জন্য নেতৃত্ব দিতে বলছেন সহ–অধিনায়ক বুমরাকে, ‘আমরা পত্রিকার খবরে দেখছি যে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবে না। খুব সম্ভবত সে দ্বিতীয় টেস্টেও খেলবে না। যদি এটাই হয়, আমি বলব এখনই ভারতের নির্বাচক কমিটির বলা উচিত, “তোমার যদি বিশ্রাম নিতে হয়, বিশ্রাম নাও। ব্যক্তিগত সমস্যা থাকলে সেগুলো খেয়াল করো। কিন্তু তুমি যদি সিরিজের দুই তৃতীয়াংশ মিস করো, এই সিরিজে তোমাকে শুধুই একজন খেলোয়াড় হিসেবে যেতে হবে। আমরা এই সফরের জন্য সহ-অধিনায়ককেই অধিনায়কের দায়িত্ব দেব।”’

গাভাস্কার আরও বলেন, ‘ভারতে ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলতে চাই, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ৩-০ জিততাম, তাহলে ভিন্ন ব্যাপার ছিল। কারণ, আমরা সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছি। একজন অধিনায়কের দরকার। অধিনায়ক দলকে একত্রিত করে। শুরুতেই যদি কোনো অধিনায়ক না থাকে, তাহলে অন্য কাউকে অধিনায়ক করাটাই ভালো।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন