বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘পাকিস্তান এখন টেস্টে ভারতকে হারিয়ে দেবে’

ক্রীড়া ডেস্ক ৪ নভেম্বর , ২০২৪, ২০:০৪:৫৭

113
  • ছবি: ইন্টারনেট

স্পিন স্বর্গ বানিয়েও নিউ জিল্যান্ডকে বিপদে ফেলতে পারেনি ভারত। উল্টো নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে রোহিত শর্মার দল। যে কারণে তিন বা ততোধিক ম্যাচের সিরিজে ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে তারা। তাতে এই প্রজন্মের ভারতীয় ব্যাটারদের মানসম্মত স্পিন খেলার সামর্থ নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্প্রতি পাকিস্তানকে তাদের মাঠেই হোয়ইটওয়াশ করে বাংলাদেশ।  আর এবার ভারতকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে নিউ জিল্যান্ড। দুই দলই ফেবারিট হিসেবে সিরিজ শুরু করেও লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে।  তবে বাংলাদেশের পর ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সেই সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং নির্ভর উইকেট বানিয়ে হেরে যাওয়ার পর টার্ননির্ভর স্পিন উইকেট বানিয়ে ইংলিশদের কুপকাত করেছে শান মাসুদের দল।

ভারত-পাকিস্তান দুই দলের মধ্যে মানসম্পন্ন স্পিন কারা ভালো খেলে? -এমন প্রশ্ন অনেকের মাথায় চক্কর খাচ্ছে। সেই তালিকায় আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে তারা দুই দলের মধ্যে টেস্ট সিরিজ আয়োজনের পরামর্শ দিচ্ছেন। ভনের মতে এমন একটা সিরিজ আয়োজন করা হলে তা ক্রিকেটের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ধারাভাষ্য দেয়ার এক পর্যায়ে ভন বলেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই।' ওয়াসিম আকরামও তার সঙ্গে একমত হয়ে বলেন, 'এটা বিশাল কিছু হবে। এটা খেলাটার জন্য ভালো হবে, ভালো হবে দুই ক্রিকেটপাগল জাতির জন্যও।’

এদিকে ভন সাম্প্রতিককালে ভারতের স্পিন দূর্বলতার প্রসঙ্গ সামনে এনে পাকিস্তানকে সম্ভাব্য বিজয়ী ঘোষণা করেন, ‘টার্নিং উইকেটে এই মুহূর্তে পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে।’

আকরাম যোগ করেন, ‘স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের এখন ভারতকে হারানোর সম্ভাবনা বেশি। তারা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে দুমড়েমুচড়ে গিয়েছে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন