মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

মুম্বাই টেস্ট: দুই দিনেই জয়ের স্বপ্ন বুনছে ভারত

ক্রীড়া ডেস্ক ২ নভেম্বর , ২০২৪, ১৮:০৭:৩৩

98
  • ছবি: ক্রিকইনফো

টানা দুই হারে এরইমধ্যে সিরিজ হার নিশ্চিত হয়েছে ভারতের। তবে দলটির লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন শেষ হতেই সেই লক্ষ্য পূরণের খুব কাছে পৌঁছেছে। এদিন ছোট লিড পাওয়ার পর বল হাতে জ্বলে উঠেন রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনরা। তাই স্বাগতিকরা এখন জয়ের স্বপ্নই বুনছে। 

শনিবার মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন শেষে হাতে ১ উইকেট নিয়ে নিউ জিল্যান্ড এগিয়ে আছে ১৪৩ রানে। ভারতের লক্ষ্য তাই নাগালেই থাকার কথা। যদিও মুম্বাইর পিচে দেড়শো পেরুনো পুঁজিও তাড়া করা সহজ নয়।

নিউ জিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে করে ২৬৩ রান। নিউ জিল্যান্ড দ্বিতীয় ইনংসে দ্বিতীয় দিন শেষে তুলেছে ৯ উইকেটে ১৭১ রান । 

এরআগে শনিবার ৪ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা ভারতকে সকালে টেনে নেন শুবমান গিল ও রিশাভ পান্ট।  তারা অনেকটা ওয়ানডে স্টাইলে রান করেন। পান্ট মাত্র ৩৬ বলেই স্পর্শ করেন ফিফটি। এর পর কিছুটা রয়েসয়ে এগুনোর চিন্তায় ছিলেন তিনি। বেশি দূর এগুতে পারেননি। ৫৯ বলে ২ ছক্কা ৮ চারে ৬০ করে ইশ সোধির বলে বাঁহাতি ব্যাটার এলবিডব্লিউ হলে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর রবীন্দ্র জাদেজা খুব বেশি সঙ্গ দিতে পারেননি গিলকে৷ সরফরাজ আহমেদ নেমেই ফেরেন খালি হাতে। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তিনি। তবে তিনি হতাশ হন এজাজ প্যাটেলের বলে। ৯০ রানে থামেন ছন্দে থাকা ব্যাটার।

পরে ভারতের রান আড়াইশ ছাড়ায় সুন্দরের চেষ্টায়। তিনি অপরাজি থেকে যান ৩৮ রানে।  গুটিয়ে যাওয়ার আগে ২৮ রানের লিড নিতে পারে ভারত।

দ্বিতীয় ইনিংসে নেমে প্রথম ওভারেই টপ ল্যাথামের উইকেট হারায় কিউইরা। আকাশ দিপের বলে বোল্ড হয়ে যান নিউ জিল্যান্ড অধিনায়ক। ডেভন কনওয়ে,  উইল ইয়ং মিলে জুটি গড়লেও তা বড় হতে দেননি ওয়াশিংটন সুন্দর। ইয়ং এক পাশে আগলে রাখেন। তবে অশ্বিন-জাদেজা হয়ে উঠেন বিপদজনক।  ইয়ং ফিফটি পেলেও আরেক পাশে পড়তে থাকে উইকেট। ড্যারেল মিচেল-গ্লেন ফিলিপস কিছুটা লড়াইয়ের আভাস দিলেও জাদেজা-অশ্বিন তাদের থিতু হওয়ার পর পরই ছাঁটেন। অশ্বিন শেষ স্বীকৃত ব্যাটার ইয়ংকে ফেরানোর পর দিনের শেষ দিকে ম্যাট হেনরিকে আউট করেন জাদেজা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৫২ রানে পেয়েছেন ৪ উইকেট। ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন অশ্বিন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন