মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বিপিএলের পর্দা উঠবে ৩০ ডিসেম্বর

ক্রীড়া ডেস্ক ৩০ অক্টোবর , ২০২৪, ২১:৫৮:০৬

168
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়ানোর নতুন সিদ্ধান্ত এসেছে। তিনদিন পিছিয়েছে আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। আজ বুধবার বোর্ড সভা শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিপিএল আসরে পূর্ণাঙ্গ ই-টিকিট ব্যবস্থা চালু করার নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করেছে বোর্ড, যার মাধ্যমে ভক্তদের টিকিট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ হবে। বিপিএলের ১১তম আসর শুরুর ও ফাইনালের সময় জানালেও ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড।

এরআগে গত ১৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজনৈতিক পট পরিবর্তন ও নানা জটিলতায় বিপিএলের সবশেষ আসরে অংশগ্রহণ করা দলের মাঝ থেকে এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলে এবার পুরনো দলগুলোর মধ্যে  খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন