মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘সাকিব দেশে ফিরতে না পারার সঙ্গে বিসিবি জড়িত নয়’

ক্রীড়া ডেস্ক ৩০ অক্টোবর , ২০২৪, ২১:৪৬:৫৮

104
  • ছবি: ইন্টারনেট

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তাঝুঁকির কারণে দেশেই ফিরতে পারেননি তিনি। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায় দেখছেন অনেকেই। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের ফিরতে না পারা নিয়ে এতদিন বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। বোর্ড কর্তাদের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। দুবাইয়ে আইসিসি সভা থেকে ফিরে অবশেষে এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন ফারুক আহমেদ। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সাকিব দেশে ফিরতে না পারার সঙ্গে বিসিবি জড়িত নয়। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিব শেষ টেস্ট খেলতে (ফিরতে পারেনি)…একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এ ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান (তাদের ব্যাপার)...। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল।’
 
সাকিবকে দেশের মাঠে খেলে টেস্ট ক্যারিয়ারের বিদায়ের জন্য ব্যক্তিগতভাবে সব চেষ্টায় করেছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে ফারুক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি।’
 
বিসিবি বস আরও বলেন, ‘আমি সাবেক ক্রিকেটার হিসেবে মনে করেছি যে একটা ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে, সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের জন্য অনেক করেছে, এ জন্য আম মনে করেছি, এটা (দেশ থেকে অবসর) হলে ভালো হতো। কিন্তু সঙ্গে অন্য জিনিসগুলোও তো দেখতে হবে আপনার। ওই জিনিসগুলো মিলিয়ে শেষ মুহূর্তে সে আসতে পারেনি, এটার ব্যাপারে বোর্ডের কিছু করার ছিল না। এটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইনশৃঙ্খলা বাহিনী এতে জড়িত। সুতরাং এটা সাকিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার ছিল। বোর্ড এটার অংশ ছিল না। সে এলে বোর্ডের যতটুকু ক্ষমতা, আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই।’
 
সাকিবের রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও উল্লেখ করেছেন বোর্ড সভাপতি, ‘সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে গত সরকারের একজন এমপি ছিল এবং কিছু সেন্টিমেন্ট আছে (তাকে নিয়ে)। সব মিলিয়ে সরকারের দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়।’
 
টেস্ট-টি-টোয়েন্টি ছাড়লেও সাকিব এখনও ওয়ানডে খেলতে চান। তার ইচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডের জার্সি তুলে রাখবেন। 
 
কিন্তু সে জন্য সাকিবকে আসন্ন দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলে প্রস্তুতি নিতে হতো। আগামী ৪ নভেম্বর বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে। ডিসেম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সিরিজগুলো খেলতে তার দেশে ফেরার ব্যাপার নেই। তবে এভাবে দেশের বাইরে থেকে তাকে খেলানো হবে কি না বা সরকারের পক্ষ থেকে এখানে কোনো নির্দেশনা আছে কি না, এসব নিয়েও নানা প্রশ্ন আছে।  এ ব্যাপারে ফারুক বলেন, ‘এখনো যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় সে অ্যাভেইলেবল আছে।’
 
আফগানদের বিপক্ষে শারজাহতে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী বুধবার।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন