মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট: অবশেষে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক ৩০ অক্টোবর , ২০২৪, ১৬:১৫:২৩

132
  • ছবি: ক্রিকইনফো

ডি জর্জি,  ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার ছক্কা মেরে মুল্ডার তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পরই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মুতুসামি অপরাজিত ছিলেন ৭০ রানে। ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার টনি ডি জর্জির সঙ্গে ২০১ রানের জুটি দিয়ে সেঞ্চুরি করে ফেরেন  স্টাবস। দ্বিতীয় দিনও ভালো শুরু করে তারা। কিন্তু লাঞ্চের আগে পরপর তিন ওভারে তিন উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহামকে ৯৯তম ও ১০১তম ওভারে আউট করেন তিনি। পরের ওভারে এসে ফেরান কাইল ভেরায়েনেকে। 

৩৮৬ থেকে ৩৯১- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চাপে ফেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর মুলডারের সঙ্গে রায়ান রিকেলটনের ৩২ রানের জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। রিকেলটনকে (৪১ বলে ১২) রানে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতের ক্যাচ বানান ডানহাতি টাইগার পেসার।

রিকেলটন ফেরার পর জুটি গড়েন উইয়ান মুল্ডার ও সেনুরান মাতুসামি। শেষ পর্যন্ত দুজনের অবিচ্ছিন্ন জুটিতে উঠে ১৫৪ রান। ১০৫ রানে মুল্ডার ও ৭০ রানে অপরাজিত মাতুসামি।

তাইজুল একাই নেন ৫ উইকেট। এদিকে নাহিদ রানা নেন ১টি উইকেট। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন