শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৭ জিলহজ ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে নেই বাবর

ক্রীড়া ডেস্ক ১৩ অক্টোবর , ২০২৪, ১৯:৩৫:৫৩

234
  • ছবি: ইন্টারনেট

ব্যাট হাতে সময়টা একবারেই ভাল যাচ্ছে না বাবর আজমের। যে কারণে মুলতান টেস্টের পর থেকেই গুঞ্জন ছিল, বাদ পড়তে যাচ্ছেন তিনি। রোববার সেটাই সত্যি হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আজ ঘোষিত ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের দলে নেই টেস্টে টানা ১৮ ইনিংস ফিফটিহীন কাটানো সাবেক অধিনায়ক। 

বাবর ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে পাকিস্তান দলে নেই নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও সরফরাজ আহমেদ। পিসিবি বলছে, তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের দলে নেই ডেঙ্গু জ্বরে ভোগা স্পিনার আবরার আহমেদও।

পিসিবি জানিয়েছে, ‘গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস এবং ২০২৪-২৫ মৌসুমে পাকিস্তানের ভবিষ্যৎ সূচির কথা মাথায় রেখে নির্বাচকেরা বাবর আজম, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও শাহিন আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে। (ডেঙ্গু জ্বরে ভোগা) আবরার আহমেদ খেলার মতো অবস্থায় নেই।’

পরের দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হাসিবউল্লাহ, বাঁহাতি স্পিনার মেহরান মুমতাজ, অলরাউন্ডার কামরান গুলাম, ফাস্ট বোলার মোহাম্মদ আলী ও অফ স্পিনার সাজিদ খানকে। হাসিব, মেহরান ও কামরানের এখনো অভিষেক হয়নি।  প্রথম টেস্টে দলের সঙ্গে থাকা নোমান আলী ও জাহিদ মেহমুদকেও বাদ দিয়েছে পিসিবি।

নতুন নির্বাচকদের অন্যতম আকিব জাভেদ ব্যাখ্যা করেছেন কেন বাবরদের ‘বিশ্রাম’ দেওয়া হলো, ‘আমরা আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাওয়া এই বিশ্রাম এই খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস ও ফর্মে ফিরতে সাহায্য করবে, আশা করছি ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে তারা টগবগে হয়ে ফিরতে পারবে।’

বিশ্রামের সময় বাবরদের পাশে থাকার কথাও বললেন আকিব, ‘পাকিস্তান ক্রিকেটে অসামান্য প্রতিভা হিসেবে থাকবে তারা। ওরা যেন আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতাই করব আমরা।’

আগামী ১৫ অক্টোবর মুলতানেই দ্বিতীয় টেস্ট শুরু হবে। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। 

পাকিস্তান টেস্ট দল

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন