বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

মাহমুদউলাহর বিদায়ী ম্যাচ রাঙাতে পারবে বাংলাদেশ?

ক্রীড়া ডেস্ক ১২ অক্টোবর , ২০২৪, ১২:৩৮:২১

187
  • ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ নিজের  শেষ টি-টোয়েন্টি খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাবেক এই অধিনায়কের জন্যই আজ ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা জিততে চাইবে নাজমুল হোসেনের দল। প্রথম দুই ম্যাচ হারায় অবশ্য সিরিজ আগেই হেরে গেছে বাংলাদেশ দল। তবু নিয়মরক্ষার ম্যাচে একটা জয় হতে পারে মাহমুদউল্লাহর জন্য দলের বিদায়ী উপহার। মাহমুদউল্লাহ নিজেও চাইবেন দারুণ কিছু করে এই সংস্করণকে বিদায় বলতে।

হায়দরাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরইমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ০-২ ব্যবধানে হেরে গেছে টিম টাইগার্স। 

গোয়ালিয়র, দিল্লির মতো হায়দরাবাদও বড় স্কোরের মাঠ। বড় স্কোরের উইকেটে বাংলাদেশ স্বাগতিকদের চেয়ে কতোটা পিছিয়ে, তা প্রথম দুই ম্যাচেই দেখা গেছে। দুই ম্যাচের একটিতেও ১৫০ রান করতে পারেনি বাংলাদেশ। কেন পারছে না বাংলাদেশ, সেটার ব্যাখ্যা দিতে গিতে গতকাল বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস প্রথমে বললেন অভিজ্ঞতার ঘাটতির কথা, ‘আমরা দারুণ প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাঠে খেলছি। দুই দলের পার্থক্য দেখলে বোঝা যাবে সব। টপ অর্ডারে দেখুন ইমন (পারভেজ হোসেন) মাত্র দুই ম্যাচ খেলেছে। হ্যাঁ, আমাদের দলে অভিজ্ঞরাও আছে।’ পরে অবশ্য  বলেছেন, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। অবশ্যই ১৭০-১৮০ রান করতে পারতাম। আমাদের আরও বেশি রান করা দরকার ছিল। দারুণ উইকেট ছিল। ভারতও অনেক ভালো বল করেছে। আমরাও ম্যাচের অনেক সময়ে অনেক সুযোগ নিতে পারিনি।’

বাংলাদেশ দলকে শুধু এই সিরিজের পারফরম্যান্স দিয়ে বিচার করতে রাজি নন পোথাস, ‘আমরা গতকাল এবং আজ কী ঘটেছে, তা মনে রাখি ভালোই; কিন্তু গত ১২ মাসে কী ঘটেছে, তা মনে করতে পারছি না। গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। ফলে সেটা মেনে নিন এবং কৃতিত্ব দিন।’

ভারত সফরে ব্যর্থ হলেও কিছু পজিটিভ দিক রয়েছে বাংলাদেশের। এ ব্যাপারে পোথাস বলেন, ‘এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা নিষ্ঠার সঙ্গে নিতে হবে। ভারতের মতো জায়গায় এসে আপনি যা শিখবেন, সেটাই আপনাকে সামনে এগিয়ে নেবে। কারণ, ভারত আপনাকে জানিয়ে দেবে আপনার কোথায় উন্নতি করতে হবে। ফলে সব সময় আপনাকে চোখ–কান খোলা রাখতে হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন