শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ , ২৯ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে রান পাহারে উঠেও স্বস্তিতে নেই পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ৮ অক্টোবর , ২০২৪, ২১:৩৩:০৮

110
  • ছবি: ইন্টারনেট

মুলতান টেস্টের প্রথম ইনিংসে শান মাসুদ, আব্দুল্লাহ শফিক ও আগা সালমানের সেঞ্চুরির সুবাদে ৫৫৬ রানের পাহাড় গড়ে পাকিস্তান। তবে দিন শেষে তাদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি ইংল্যান্ড। বুধবার দ্বিতীয় দিন শেষে সফরকারীরা সংগ্রহ করেছে ১ উইকেটে ৯৬ রান। ক্রিজে রয়েছেন জ্যাক ক্রলি ৬৪ বলে ৬৪ রান নিয়ে। অন্যদিকে জো রুট খেলছেন ৩২ রান নিয়ে। ৪৬০ রানে পিছিয়ে আছে তারা।

বুধবার পাকিস্তানের তৃতীয় সেঞ্চুরির দেখা পান আগা সালমান। তিনি ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১১৯ বলের ইনিংসে ৩ ছক্কার সঙ্গে ১০ চার মারেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি পাননি সাউদ শাকিল। ৮ চারে ৮২ রান করে ফেরেন তিনি। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই নিয়ে চতুর্থবার পাকিস্তানের তিন ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন। মুলতানের উইকেট থেকে এদিনও তেমন সহায়তা পাননি বোলাররা। ব্যাটিং স্বর্গে ৪ উইকেটে ৩২৮ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান গুটিয়ে যায় ৫৫৬ রানে। 

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নেন অলি পোপ। ফিল্ডিংয়ের সময় বেন ডাকেট আঙুলে চোট পাওয়ায় টেস্টে প্রথমবার ওপেনিংয়ে নেমেছিলেন তিনি। কিন্তু নাসিম শাহের শিকার হয়ে রানের খাতা খুলতে পারেননি স্টোকসের চোটের কারণে ইংলিশদের নেতৃত্ব দেওয়া পোপ।

ওই ধাক্কা সামলে দারুণ জুটি গড়েছেন আরেক ওপেনার জ্যাক ক্রলি ও অভিজ্ঞ জো রুট। ফলে ভালো শুরু পেয়ে গেছে ইংল্যান্ড। তারা দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রানে। ক্রলি ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৬৪ বলে ৬৪ রানে খেলছেন। রুট ক্রিজে আছেন ৫৪ বলে ৩২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৪৯ ওভারে ৫৫৬ (আগের দিন ৩২৮/৪) (শাকিল ৮২, নাসিম ৩৩, রিজওয়ান ০, সালমান ১০৪*, জামাল ৭, আফ্রিদি ২৬, আবরার ৩; ওকস ২৩-৫-৬৯-১, অ্যাটকিনসন ২৫-৫-৯৯-২, কার্স ২২-৩-৭৪-২, বাশির ৩২-৩-১২৪-১, লিচ ৪০-৫-১৬০-৩, রুট ৭-০-২৫-১)

ইংল্যান্ড ১ম ইনিংস: ২০ ওভারে ৯৬/১ (ক্রলি ৬৪*, পোপ ০, রুট ৩২*; আফ্রিদি ৬-১-২৪-০, নাসিম ৭-০-২৯-১, আবরার ৪-০-৩১-০, জামাল ৩-০-১২-০)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন