মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ , ৪ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে এবার ভারত পরীক্ষা

ক্রীড়া ডেস্ক ১৮ সেপ্টেম্বর , ২০২৪, ২১:১৭:৪৭

148
  • ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান -ছবি: বিসিবি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই হতাশার। তবে সম্প্রতি পাকিস্তান সফরে দেখা গেছে অন্যরকম এক বাংলাদেশকে। প্রতিপক্ষের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দুটিই দাপটের জিতে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। এরপর থেকেই সাদা পোশাকের ক্রিকেটে যেকোন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে লাল-সবুজ প্রতিনিধিদের মনে বেড়েছে আত্মবিশ্বাস। সেটাকে পুঁজি করেই বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় ভারতের মুখোমুাখি হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। 

বাংলাদেশ ক্রিকেট দল প্রায় পাঁচ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে। আগেরবার স্বাগতিকদের কাছে টাইগাররা দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। এখনও পর্যন্ত টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি দুটি টেস্ট ড্র হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বুধবার সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কন্ঠেও যেন সেটাই ফুঁটে ওঠে। 

সবশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ড। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় রোহিত-কোহলিরা। তাই বাংলাদেশকে ভিন্ন কিছু করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। ব্যাটারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে বোলারদেরও।

গত আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জেতে বাংলাদেশ। মূলত ঐ সিরিজ থেকেই সাদা পোশাকের ক্রিকেটে ভাল করার রসদ পেয়েছে টিম টাইগার্স। যা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টে কাজে লাগাতে চাইছেন শান্ত, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দুই নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও আছে সবার উপরে। আর ঘরের মাঠে এককথায় অপ্রতিরোধ্য রোহিত শর্মার দল। ফলে তাদের মাটিতে টেস্ট জেতা যে বেশ চ্যালেঞ্জের কাজ তা মানছেন বাংলাদেশ অধিনায়কও, ‘এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’

শান্ত আরও বলেন, ‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

চেন্নাইয়ে বাংলাদেশকে লড়াই করতে হবে তীব্র গরমের সঙ্গেও। তবে ব্যাপারটি মেনে নিলেও নিজেদের নিয়েই ভাবছেন শান্ত, ‘আমরা কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটা ভালো হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন