বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজমানি পাবে মেয়েরাও

ক্রীড়া ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২৪, ২১:০৫:৪৫

234
  • ছবি: ইন্টারনেট

২০২৩ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার দ্বিগুণের বেশি প্রাইজমানি দেওয়া হবে জানিয়েছে আইসিসি। তার মানে এ বছর অনুষ্ঠেয় ছেলেদের বিশ্বকাপের সমান প্রাইজমানি পাবে মেয়েরাও।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৩ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার দ্বিগুণের বেশি প্রাইজমানি দেওয়া হবে। সর্বমোট প্রাইজমানি থাকছে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার।

বিশ্বকাপ জয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার। যা এর আগের আসরের চেয়ে ১৩৪ শতাংশ বেশি। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ মিলিয়ন ডলার।

টুর্নামেন্টে রানার্সআপ দলের প্রাইজমানিও একই পরিমাণ বেড়েছে। রানার্সআপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার। সেমিফাইনালে উঠা ফলগুলো পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। যা আগের আসরের চেয়ে তিনগুণ বেশি।

গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩২ হাজার ১৫৪ ডলার। যা আগের আসর থেকে ৭৮ শতাংশ বেশি।

যারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে। খালি হাতে ফিরবে না তারাও। অংশ নেওয়া প্রতিটি দলই পাবে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে।

পঞ্চম থেকে ৮ম হওয়া দলগুলোর জন্য বরাদ্দ ২ লাখ ৭০ হাজার ডলার। নবম ও দশম হওয়া দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার করে।

আইসিসি জানিয়েছে, মেয়েদের ক্রিকেটকে সম্প্রসারিত করতে, সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাইজমানি বাড়ানো হয়েছে।

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন