শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

গুলিতে খুন হয়েছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক ১৭ জুলাই , ২০২৪, ১৯:৫৭:১৩

305
  • ধাম্মিকা নিরোশন। ছবি-ইন্টারনেট

২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে অভিষেক হয়েছিল পেস বোলিং অলরাউন্ডার ধাম্মিকা নিরোশনের। গল-এ জন্মগ্রহন করা এই ক্রিকেটার ২০০২ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে দিয়েছেন নেতৃত্ব।

তার নেতৃত্বে খেলেছেন জীবন মেন্ডিজ, পারভেজ মাহরুফ, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপল থেরাঙ্গারা। তবে বয়সভিত্তিক দলের গন্ডি পেরিয়ে জাতীয় দলে খেলা হয়নি তার। ১২টি প্রথম শ্রেনির ম্যাচ এবং ৮টি লিস্ট 'এ' ম্যাচে থেমেছে তার ক্রিকেট ক্যারিয়ার।

মাত্র ২০ বছর বয়সে ক্রিকেটকে গুডবাই জানানো ধাম্মিকা নিরোশন ২১ বছর পর খবরের শিরোনাম হয়েছেন। গুলি করে খুন করা হয়েছে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক ধাম্মিকা নিরোশনকে।

বুধবার শ্রীলঙ্কার গণমাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে। আম্বালাংগোড়ার কান্ডা মাওয়াথায় নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন নিরোশন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, খুনের সময় নিরোশনের স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে ছিলেন। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরোশনকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর পুলিশ নিরোশনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  পাঠানো হয়েছে । কী কারণে ৪১ বছরের ক্রিকেটারকে হত্যা করা হল তা এখনও পরিষ্কার নয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন