শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ , ২১ রমজান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

দিল্লী ক্যাপিটালস থেকে কোচ পন্টিংয়ের বিদায়

স্পোর্টস ডেস্ক ১৩ জুলাই , ২০২৪, ২৩:১২:৫৩

307
  • দিল্লী ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। ছবি-ইন্টারনেট

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্ট জয়ী অধিনায়ক রিকি পন্টিং। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে দুটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি।

ক্যাপ্টেনসি ক্যারিয়ারে এই পারফরমেন্সে আইপিএলের দল দিল্লী ক্যাপিটালস তাকে দিয়েছিল হেড কোচের দায়িত্ব। প্রতি মৌসুমে সাড়ে তিন কোটি রুপিতে দিল্লী ক্যাপিটালসের হেড কোচ পদে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসে। 

তাঁর কোচিংয়ে টানা সাত মৌসুম খেলেও কোনো ট্রফি জিততে পারেনি দিল্লি। ২০২০ সালে আইপিএলের ফাইনালও খেললেও  সর্বশেষ তিন মৌসুমে লিগ পর্বের হার্ডল পেরুতে পারেনি দলটি। সর্বশেষ আসরে ১০ দলের পন্টিংয়ের দলটির অবস্থান ছিল সপ্তম।

দিল্লী ক্যাপিটালসের অব্যাহত হতাশ পারফরমেন্সে এই ফ্রাঞ্চাইজি হেড কোচ রিকি পন্টিংয়ের উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে। হেড কোচ রিকি পন্টিংকে বরখাস্ত করেছে এই ফ্রাঞ্চাইজি। 

তবে পন্টিংয়ের বিদায় হলেও ও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ প্রভিন আমরে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু জর্জরা স্বপদে বহাল আছেন। পিটিআই জানিয়েছে, এ মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে আগামী মৌসুম ও নিলামে দল গোছানো নিয়ে বৈঠকে বসবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন