শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ , ১৬ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

আইসিসি র‌্যাংকিং: শীর্ষ থেকে পাঁচে নেমে গেছেন সাকিব

ক্রীড়া ডেস্ক ১২ জুন , ২০২৪, ১৭:০৬:৪৫

186
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব আল হাসান ফিরেছিলেন আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে। তবে দ্রুত সময়ের মধ্যে এ তারকার হয়েছে ছন্দপতন। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতটাই অপ্রত্যাশিত ক্রিকেট খেলেছেন যে, শীর্ষস্থান থেকে এক ঝটকায় পাঁচে নেমে গেছেন পাঁচে। 

সাকিবের পাঁচে নেমে যাওয়ার দিনে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। ২২৫ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। সর্বশেষ সপ্তাহের র‍্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষে ছিলেন ২২৩ রেটিং নিয়ে। তবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের বাজে পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট কমে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে তিন ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ও ব্যাট হাতে ১৪ বলে ৮ রান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ওভারে ৬ রানে উইকেটশূন্য ও ব্যাট হাতে ৪ বলে ৩ রানে আউট হন তিনি।

টানা দুটি ম্যাচে সাকিবের ব্যাটে-বলে এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সাকিবের রেটিং ১৫ পয়েন্ট কমে এখন ২০৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও তাঁর ওপরে (২১০ রেটিংয়ে ৪ নম্বরে)।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন