সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বাংলাদেশ দলের খন্ডকালীন স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ

স্পোর্টস রিপোর্টার ১৬ এপ্রিল , ২০২৪, ২০:৩৭:১৪

229
  • মোস্তাক আহমেদ। ছবি-ইন্টারনেট

শ্রীলঙ্কার স্পিন লিজেন্ডারি রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এই স্পিন বোলিং কোচ ছাড়াই বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ হোম সিরিজ।

সামনে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি। জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাস থেকে ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।

হোমে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউইয়র্কে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

সে কারণেই পাকিস্তানের সাবেক লেগ স্পিনার, ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের প্রতিনিধি মোস্তাক আহমেদকে খন্ডকালীন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৫২ টেস্টে ১৮৫, ১৪৪ ওডিআই ম্যাচে ১৬২, ৩০৯টি প্রথম শ্রেনির ম্যাচে ১৪০৭ এবং ৩৮১টি লিস্ট 'এ' ম্যাচে ৪৬১ উইকেট শিকারী মোস্তাক আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিতে এ মাসের শেষ দিকে ঢাকায় আসবেন। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব থাকছে তার উপর। 

১৯৮৬ থেকে ২০০৮, এই ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং ক্যারিয়ারকে নিয়েছেন বেছে মোস্তাক আহমেদ। কোচিং অ্যাসাইনমেন্টের শুরুটা তার ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। ২০০৮ থেকে ২০১৪, এই ৬ বছর ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ ছিলেন।

২০১২ সালে সারে কাউন্টি ক্রিকেট, ২০১৩ সালে আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৬-এই সময়ে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন সফল। পরের দুই বছর পাকিস্তান ক্রিকেট একাডেমীর কোচের অ্যাসাইনমেন্ট পেয়েছেন।

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের স্পিন কনসালটেন্টের দায়িত্ব নিয়ে এসেছিলেন বাংলাদেশ সফরে। ২০২০ সালে পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের হয়ে একই দায়িত্ব পালন করেছেন। 

লম্বা কোচিং ক্যারিয়ারে ৫৩ বছর বয়সী মোস্তাক আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের খন্ডকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়াকে নিজের জন্য সম্মান মনে করছেন—‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। আমি ভূমিকার রাখতে অপেক্ষায় আছি। খেলোয়াড়দের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার চাই।  আমি সবসময় বিশ্বাস করি যে তারা চারপাশের সবচেয়ে বিপজ্জনক দলগুলির মধ্যে একটি। তারা যে কাউকে হারাতে পারে। কারণ তাদের সামর্থ্য, সম্পদ এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস স্থাপন করার চেষ্টা করব। দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই শিহরিত।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন