শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

তাইজুল-সাইফউদ্দিনে প্লে অফের স্বপ্ন দেখছে বরিশাল

স্পোর্টস রিপোর্টার ২৩ ফেব্রুয়ারি , ২০২৪, ১৬:০৬:০২

653
  • আন্দ্রে রাসেলকে বোল্ড করার পর তাইজুলের উৎসব। ছবি-ফরচুন বরিশাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪০/৮ (২০.০ ওভারে)

এক রাউন্ড হাতে রেখে কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফাইয়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে তারা, তাও ঠিক হয়ে গেছে।

সে কারণেই রাউন্ড রবীন লিগে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে গণ্য হয়েছে প্রথম কোয়ালিফাইয়ারের ড্রেস রিহার্সল ম্যাচে। অন্যদিকে প্লে-অফে উঠতে হলে ফরচুন বরিশালকে জিততে হবে। 

শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রত্যাবর্তন ম্যাচে এমন এক সমীকরণ মেলাতে নেমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪০/৮-এ আটকে ফেলেছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম (৩-০-২০-৩) এবং পেসার সাইফউদ্দিন (৪-০-১৬-২) এদিন দারুণ বোলিং করেছেন। কুমিল্লার শক্তিশালী মিডল অর্ডারকে জমে উঠতে দেননি এই দুই বোলার। তাইজুল প্রথম স্পেলে (২-০-১০-২) লিটনকে আর্ম বলে করেছেন বোল্ড (১২ বলে ১২), অঙ্কনকে লং অফে (৬ বলে ১) ক্যাচ দিতে বাধ্য করেছেন।

দ্বিতীয় স্পেলে (১-০-১০-১) আন্দ্রে রাসেলের হাতে ছক্কা-চার খেয়ে তাকে প্লেড অন করেছেন (১১ বলে ১৪)। শেষ পাওয়ার প্লে-তে সাইফুদ্দিনের শেষ স্পেলটি (২-০-১৩-২) ছিল অসাধারণ।

শেষ ওভারে ম্যাককয়কে ২ ছক্কা, ১ বাউন্ডারিতে জাকের আলী ১৬রান নিয়ে দলকে দিয়েছেন চ্যালেঞ্জিং স্কোর উপহার। ‌১৬ বলে ২ চার, ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংস উপহার দিয়েছেন জাকের আলী অনিক।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন