বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

গুরবাজ-জাজাইয়ে সমতায় ফিরল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক ২১ ফেব্রুয়ারি , ২০২৪, ২৩:৪০:৪১

740
  • ৮৮ রানের পার্টনারশিপের পথে জাজাই-গুরবাজ। ছবি-ক্রিকইনফো

আফগানিস্তান : ২০৯/৫ (২০.০ ওভারে)

শ্রীলঙ্কা : ২০৬/৬ (২০.০ ওভারে)

ফল : আফগানিস্তান ৩ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : রাহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭২ রানে হেরে বিধ্বস্ত হওয়ার কথা আফগাস্তিানের। তবে দ্বিতীয় ম্যাচে অন্য চেহারায় আবির্ভূত আফগানিস্তান। ডাম্বুলায় শেষ ওভার থ্রিলারে ৩ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে আফগানিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে আফগাস্তিানের দুই ওপেনার তুলেছেন ঝড় ( ৬ ওভারে ৭২/০)। হযরতউল্লাহ জাজাই-রাহমানুল্লাহ গুরবাজের ওপেনিং পার্টনারশিপ ৪৪ বলে ৮৮ রানে দেখিয়েছেন বড় স্কোরের স্বপ্ন।

২৮ বলে ফিফটি পূর্ণ করে গুরবাজ ইনিংস টেনে নিয়েছেন ৪৩ বলে ৭ চার, ১ ছক্কায় ৭০ পর্যন্ত। জাজাই করেছেন ২২ বলে ৬ চার, ২ ছক্কায় ৪৫। পাথিরানা (২/৪২), ধনঞ্জয়া (২/৩৭) এদিন ২টি করে উইকেট শিকার করেছেন। 

জবাব দিতে এসে প্রথম উইকেট জুটির ৩৬ বলে ৬৪, ৫ম জুটির ৩৩ বলে ৫৩ এবং অবিচ্ছিন্ন ৭ম জুটির ১৭ বলে ৩৫ রানে জয়ের কক্ষপথে ছিল শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ইনিংসের শুরুতে শ্রীলঙ্কাকে স্বপ্ন দেখিয়েছেন।

৩০ বলে ৮ চার, ২ ছক্কায় স্কোর যখন ৬০, তখন চোট পেয়ে পাথুম মাঠ ছাড়লে কঠিন পরীক্ষায় পড়ে শ্রীলঙ্কা। তার অনুপস্থিতিতে কামিন্দু মেন্ডিজ একাই লড়েছেন। ৩৯ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৫ রানের হার না মানা ইনিংস দিয়েছেন উপহার।

তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা ইনিংসকে জয়ে পরিণত করতে পারেননি। শেষ ওভারে ১৯ রানের টার্গেট পাড়ি দিতে পারেনি শ্রীলঙ্কা। ওয়াফদার মোহাম্মদের শেষ ওভারে শ্রীলঙ্কা নিতে পেরেছে ১৫ রান। শ্রীলঙ্কা বোলারদের মধ্যে অফ স্পিনার মোহাম্মদ নবী পেয়েছেন ২ উইকেট (২/৩৫)।

আফগানিস্তান-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচে বুধবার রাতে উঠেছে ৪১৫ রান। দু'দলের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে এটাই সর্বোচ্চ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন