সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

তাইজুল আমাদের মূল স্পিনার : হেরাথ

স্পোর্টস রিপোর্টার ২৯ নভেম্বর , ২০২৩, ২২:০৭:২৯

342
  • তাইজুলকে উইকেটের অভিনন্দন। ছবি-বিসিবি

টেস্টে বাংলাদেশ দলের বোলিংয়ে নিউক্লিয়াস হয়ে উঠেছেন তাইজুল সাকিব দলে থাকাকালেই। হোমে তার রেকর্ড সাকিবের চেয়েও ভাল। হোমে সাকিব যেখানে ৪৪ টেস্টে ৩০.৭৬ গড়ে পেয়েছেন ১৫৯ উইকেট, সেখানে তাইজুলের শিকার ৩০ টেস্টে ১৪৩ উইকেট। উইকেট পিছু গড় ২৭.৯৮।

সাকিব দলে না থাকলে তাইজুলকে নিতে হয় বাড়তি দায়িত্ব। টেস্ট পরাশক্তি নিউ জিল্যান্ডের বিপক্ষে সাকিবহীন বোলিং নিয়ে যখন দুর্ভাবনায় পড়ার কথা, তখন দারুণ কিছু’র ভরসা দিচ্ছেন তাইজুল।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছে। তা তাইজুলের বোলিংয়ের কারণেই (৪/৮৯)।বিশেষ করে দ্বিতীয় দিনের পড়ন্ত বেলায় তাইজুলের একটা স্পেলে কেন উইলিয়ামসন, ইস সোধি ফিরে যাওয়ায় (৪-২-৪-২) নিউ জিল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ।তাইজুলের বোলিংয়ে তাই খুশি বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ—‘তাইজুল সব সময়ই বোলিং আক্রমণকে সাহায্য করে। সে আমাদের মূল স্পিনার। সে নিউজিল্যান্ডের ওপর অনেক চাপ প্রয়োগ করেছে। সে অনেক অ্যাঙ্গেল তৈরি করেছে। তার দারুণ অভিজ্ঞতা, জ্ঞান ও বোঝার ক্ষমতা আছে। আমি খুব খুশি যে সে আজকে ৪ উইকেট নিয়েছে।’

সাকিব দলে থাকলেও টেস্টে তাইজুল বোলিং আক্রমনে ভূমিকা রাখছে বলে মনে করছেন হেরাথ— ‘সাকিব খেলুক আর না-ই খেলুক, তাইজুল আমাদের জন্য বড় ভূমিকা পালন করে। সে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক, দুটি ভূমিকাই পালন করে থাকে। সে সব সময়ই তার লাইন ও লেংথের ওপর নির্ভর করে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন