সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধান করবেন বিসিবির তিন পরিচালক

স্পোর্টস রিপোর্টার ২৯ নভেম্বর , ২০২৩, ১৯:০০:১৯

337
  • এরকম হতাশার অভিব্যক্তিই ফুটে উঠেছে বিশ্বকাপের পারফরমেন্সে। ছবি-আইসিসি

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালের টার্গেট পূরণ হয়নি বাংলাদেশ দলের। বরং চরম হতাশ করেছে বাংলাদেশ দল। ৯ ম্যাচের ৭টিতে হেরেছে বাংলাদেশ দল। ২০০৩ বিশ্বকাপের পর বৈশ্বিক আসরে এটাই সবচেয়ে বাজে পারফরমেন্স।

নেদারল্যান্ডসের মতো দলের কাছে পর্যন্ত পর্যুদস্ত হতে হয়েছে বাংলাদেশ দলকে। বিশ্বকাপ শেষে দেশে ফিরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দিয়েছেন রিপোর্ট। চাকরি বিধি অনুযায়ী হেড কোচ হাতুরুসিংহেও দিয়েছেন রিপোর্ট।

তবে এই দুটি রিপোর্টই যথেষ্ট নয়। বিশ্বকাপে ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধানে দেশে ফেরার তিন সপ্তাহ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তদন্ত কমিটি গঠন করেছে। বিসিবির পরিচালনা পরিষদ থেকে ৩ জনকে দেয়া হয়েছে ব্যর্থতার কারণ অনুসন্ধানের দায়িত্ব। তিন সদস্যের এই কমিটির আহবায়ক করা হয়েছে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজকে।

কমিটির বাকি দুই সদস্য বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং আরেক বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিন সদস্যের এই বিশেষ কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দলের ব্যর্থতার কারণগুলি বের করে আনার চেষ্টা করবে বলে বিসিবি থেকে জানানো হয়েছে। 

২০০৩ সালে বিশ্বকাপে ব্যর্থতার জন্য গঠিত তদন্ত কমিটিতে ছিলেন না বিসিবির কেউ। ২ সদস্যের সেই তদন্ত কমিটি দীর্ঘ এক মাসের তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে জেরা করেছেন। বাদ যাননি সে সময়ের বোর্ড প্রেসিডেন্ট আলী আসগর লবি, টিম ম্যানেজার এ এস এম ফারুক।

বিশ্বকাপ কভার করা ৫ সাংবাদিকের কাছেও ব্যর্থতার কারণ জানতে চেয়েছেন। দীর্ঘ তদন্ত শেষে বিশ্বকাপ ব্যর্থতার ৪৪ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে ফেঁসে গেছেন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং টিম ম্যানেজার এ এস এম ফারুক।পাইলট জাতীয় দলের ক্যাপ্টেনসি হারিয়েছেন ওই রিপোর্টে। এ এস এম ফারুককে আর কখনও যেনো টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া না হয়, সে সতর্কবার্তা দিয়েছে সেই তদন্ত কমিটি।

ওই তদন্ত কমিটির রিপোর্টে সুপারিশের আলোকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে হয়েছে বিসিবিকে। সংবাদ সম্মেলনে প্রকাশিত হয়েছে সেই তদন্ত রিপোর্ট। সে কারনেই প্রশ্ন উঠছে, বিসিবির তিন পরিচালক কী আদৌ নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবেন ? আর তাদের তদন্ত রিপোর্ট কী জনসমক্ষে আসবে?

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন