বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

এখনও কোচ দ্রাবিড়েই আস্থা ভারতের

ক্রীড়া ডেস্ক ২৯ নভেম্বর , ২০২৩, ১২:৩৪:৫৩

185
  • ছবি: ইন্টারনেট

সদ্যই শেষ হওয়া বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলে ফাইনালে ওঠে ভারত। তবে শিরোপা নির্ধারনি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি। বিশ্বকাপের পরপরই কিংবদন্তি এই ক্রিকেটারের কোচিং মেয়াদ শেষ হয়েছে। বিশ্বকাপের পর থেকেই দলের সঙ্গে নেই রাহুল দ্রাবিড়। চলমান অস্ট্রেলিয়া সিরিজে ভারতের কোচ হিসেবে আছেন  জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ ভিভিএস লক্ষ্মণ। এর মাঝে অবশ্য খবর বেরিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড লক্ষ্মণকেই বিবেচনা করে রেখেছে পরবর্তী কোচ হিসেবে। তবে ক্রিকইনফো জানাচ্ছে যে, এখনও দ্রাবিড়েই আস্থা ভারতের। 

শেষ দুই বছর ভারত দলে যে ছক এনেছেন দ্রাবিড়, তা ভেঙ্গে যেতে পারে এমন আশঙ্কা থেকেই নাকি তাকে রেখে দেয়ার কথা উঠেছে বিসিসিআই কর্তাদের মাঝে। আর সেক্ষেত্রে হয়ত আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করবেন দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। 

যদিও রাহুল দ্রাবিড় নিজে এই প্রস্তাবে সাড়া দিয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার থেকে যাওয়ার অর্থ, আগের কোচিং স্টাফদের সকলেই নতুন করে যুক্ত হবেন দলের সঙ্গে। সেক্ষেত্রে বিকম রাঠোর থাকবেন ব্যাটিং কোচ হিসেবে। আর পরশ মামব্রেকে দেখা যাবে বোলিং কোচের ভূমিকায়। টি দিলীপ যথারীতি ফিল্ডিং কোচের পদ সামাল দেবেন। 

এদিকে, গত সপ্তাহেই বলা হয়েছিল, জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না সাবেক এই ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করতে আগ্রহী তিনি। সেখানকার দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিতে যাচ্ছেন দ্রাবিড়। ইতোমধ্যেই ফ্যাঞ্চাইজিটির সঙ্গে আলোচনা হয়েছে দ্রাবিড়ের।

দ্রাবিড় ঠিক কী চাইছেন, তা নিয়েও আছে প্রশ্ন। বিশ্বকাপের ফাইনালের পরেও তার কাছ থেকে বিস্তারিত জানা যায়নি। ফাইনালের পর নিজের মেয়াদ বৃদ্ধির প্রশ্নের উত্তরে দ্রাবিড় বলেছিলেন, ‘সত্যি বলতে আমি এটা (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে ভাবিনি। আমার মনে হয় আমাদের সব আয়োজন, এনার্জি, ফোকাস এই ম্যাচ ও টুর্নামেন্টে ছিল। এখন অবধিও তাই। আমি এখন ওসব নিয়ে ভাবিনি, ভবিষ্যতে কী হবে এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই।’

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন