সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

প্রথম সেশনটি হতে পারত আরও ভালো

স্পোর্টস রিপোর্টার ২৮ নভেম্বর , ২০২৩, ১১:৪৬:২৪

462
  • জয়ের একটি শট। ছবি-ক্রিকইনফো

বাংলাদেশ ১ম ইনিংস : ১০৪/২ (২৭.০ ওভারে)

( ১ম দিনের লাঞ্চ পর্যন্ত)

আইসিসির চলমান টেস্ট চক্রে বাংলাদেশের অভিষেক দিনের প্রথম সেশনে বাংলাদেশের স্কোর ১০৪/২ ,স্কোরটা অবশ্যই আশাব্যঞ্জক। ৪র্থ টেস্ট ফিফটি থেকে ৮ রান দূরে (৪২রান) এখন মাহমুদুল হাসান জয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ বছর পর টেস্ট প্রত্যাবর্তন দিনে প্রথম সেশনের ব্যাটিং প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারতো। তবে তামিম-সাকিব-লিটনহীন তারুণ্য নির্ভর দলটির দুটি ব্রেকের পূর্বক্ষণে মনসংযোগে ঘটেছে ব্যাঘাত। হারিয়েছে দুই উইকেট।

সোমবার উইকেটে টোকা মেরে নিউ জিল্যান্ড অধিনায়ক বলেছিলেন—‘শুরুতে কিছুক্ষণ বোলাররা সহায়তা পাবেন, পরে এখানে ধরবে স্পিন।’ তার সে ধারণার প্রতিফলনই প্রথম সেশনে দেখেছে সিলেটের দর্শক। নতুন বলে নিউ জিল্যান্ড পেসার সাউদি-জেমিসন ভয়ংকর হয়ে উঠতে পারেননি। ৩ ওভারেই থেমেছে নিউ জিল্যান্ড সেরা পেসার সাউদির প্রথম স্পেল। জেমিসন সেখানে প্রথম স্পেলে করেছেন ৫ ওভার। ৬ষ্ঠ ওভার থেকে আনতে হয়েছে স্পিন।

দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে পার করতে করতে ড্রিংকস ব্রেকের আগে ফিরে গেছেন সিলেটের লোকাল বয় জাকির। বাঁ হাতি স্পিনার আজাজ প্যাটেলের বলে ব্যাকফুটে খেলতে যেয়ে বোল্ড আউটে থেমেছেন তিনি মাত্র ১২ রানে (৪১ বলে ১ বাউন্ডারি)।

তামিম-সাকিব-লিটনহীন ব্যাটিং না জানি কতোটা দুর্ভাবনায় ফেলে? এ শঙ্কা করেছেন যারা, তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন টেস্টের নতুন অধিনায়ক শান্ত। হোমে ব্যাটিং নিয়ে দুর্ভাবনার কিছু নেই, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দিনের প্রথম সেশনে তা জানিয়ে দিয়েছেন শান্ত।  

দিনের প্রথম ঘন্টায় একটু বেশি ডিফেন্সিভ ব্যাটিং করেছে বাংলাদেশ। স্কোরকার্ডে প্রথম ঘণ্টায় রান উঠেছে ১ উইকেট হারিয়ে ৩৯। অধিনায়ক শান্ত এসে দ্বিতীয় ঘণ্টায় রান রেট বাড়ানোর চেষ্টা করেছেন। এই ঘন্টায় বাংলাদেশ যোগ করেছে ১ উইকেট হারিয়ে ৬৫।

বাঁ হাতি স্পিনার আজাজ প্যাটেলকে প্রতি আক্রমণ করেছেন শান্ত। এই বাঁ হাতি স্পিনারের ৫ম এবং ৭ম ওভারে মেরেছেন একটি করে চার, ছক্কা। ৮ম ওভারে মেরেছেন ছক্কা। ওই তিনটি ছক্কার ১ টি লং অনের উপর দিয়ে, একটি আছড়ে পড়েছে সাইট স্ত্রিনে, অন্যটি ডিপ মিড উইকেটের উপর দিয়ে। তবে ওয়ানডে ম্যাচের আমেজে ব্যাটিংয়ে নিজের এবং দলের বিপদ ডেকে এনেছেন শান্ত।

লাঞ্চ ব্রেকের ৮ মিনিট আগে করেছেন ভুল অকেশনাল অফ স্পিনার গ্লেন ফিলিপের ফুলটসে মিড অনে ক্যাচ দিয়ে থেমেছেন ৩৭ রানে। ফিলিপের এটি অভিষেক টেস্ট উইকেট। শান্ত ৩৫ বলে মেরেছেন ২ বাউন্ডারির পাশে ৩ ছক্কা। জয়ের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ বলে ৫৩ রানে দিয়েছেন নেতৃত্ব শান্ত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন