সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ভারত সফরে শেষ ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস রিপোর্টার ২৭ নভেম্বর , ২০২৩, ২২:৩৮:৩৯

380
  • অধিনায়ক আহরার আমিন।-ফাইল ফটো

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ৩০৩/৫ (৫০.০ ওভারে)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩০৭/৪ (৪৯.২ ওভারে)

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : আহরার আমিন (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯)।

আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারত সফরের শুরুটা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হতাশার।

ভারতে চার দলের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে রাউন্ড রবীন লিগে ৬ ম্যাচের ৫টিতে হেরে ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে অন্ধ্র প্রদেশের মুলাপাদুতে অনুষ্ঠিত  শেষ ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে ৩০৪ রান তাড়া করে ৪ বল হাতে রেখে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে তিনশ' স্কোর তাড়া করে জয়ের দৃষ্টান্ত এটাই প্রথম।১০ দিন আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে একই ভেন্যুতে ৩৩৩ চেজ করে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। সেই হারের বদলাটা নিয়েছে বাংলাদেশ সোমবার। 

প্রথমে ব্যাট করে তৃতীয় উইকেট জুটির ৮২, ৫ম জুটির ৮৫ রানে ভর করে বিশাল স্কোর করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। হামজা শেখ করেছেন সেঞ্চুরি (১০৫ বলে ১০ চার, ৪ ছক্কায় ১০৬)। চার্লি অ্যালিসন ৬৩ বলে ৭ চার, ২ ছক্কায় ৮২ রানে ছিলেন নট আউট।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইকবাল হোসাইন ইমন করেছেন বেহিসাবি বোলিং। ২ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৭৯ রান।

জবাব দিতে এসে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৫৩/৩। সেখান থেকে ৪র্থ জুটির ১৫২ এবং অবিচ্ছিন্ন ৫ম জুটির ১০২ রানে ম্যাচটা জমিয়ে তুলেছে বাংলাদেশ। অধিনায়ক আহরার আমিন খেলেছেন ক্যাপ্টেন্স নক ইনিংস। ৮৪ বলে ১০ চার, ৩ ছক্কায় ১০৮ রানে ছিলেন অপরাজিত। দলের জয় নিয়েই ফিরেছেন ড্রেসিংরুমে।

আরিফুল ৭০ বলে ৬ চার, ৪ ছক্কায় ৮১ এবং রিজওয়ান ৩৬ বলে ৪ বাউন্ডারি, ২ ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বোলার জায়দান ডেনলি পেয়েছেন ২ উইকেট (২/৪৩)। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন