বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

সাকিবকে মিস করছেন শান্ত

খেলা ডেস্ক ২৭ নভেম্বর , ২০২৩, ১৩:৩৩:৩৫

279
  • ছবি: ইন্টারনেট

নিউ জিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে অবশ্য অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়ায় খেলবে টিম টাইগার্স। তার আগে সোমবার টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সাকিব আল হাসানকে মিস করবেন তিনি। 

সোমবার নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ভোটের মাঠে থাকায় সাকিবকে খেলার মাঠে মিস করবো। তিনি গতকাল ফোন করেছিলেন। দলের সকলে যেন ভালো করি সেই বিষয়ে কথা বলেছেন। আমাকে অভিনন্দনও জানিয়েছেন।’

শান্ত আরও বলেন, ‘আমাদের জন্য সিরিজটি চ্যালেঞ্জিং। তবে টেস্ট ভিন্ন ফরম্যাট। আমাদের সামর্থ্য আছে। আমরা জিততে পারি এই দুই ম্যাচে। সবাই সেই আলোচনাই করছি। আশা করছি ভালো কিছু হবে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচটি সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুরে। 

এ দিকে এই সিরিজের আগে ভোটের জন্য ব্যস্ত সময় যাচ্ছে সাকিবের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক ও বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন তিনি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন