বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে চাপা দিয়ে বড় জয় ভারতের

স্পোর্টস ডেস্ক ২৬ নভেম্বর , ২০২৩, ২৩:২৪:৫৫

416
  • উইকেটের আনন্দে রবি বিঞ্চয়ের শুন্যে লাফ। ছবি-ক্রিকইনফো

ভারত : ২৩৫/৪ (২০.০ ওভারে)

অস্ট্রেলিয়া :১৯১/৯ (২০.০ ওভারে

ফল : ভারত ৪৪ রানে জয়ী।

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলাটা টি-টোয়েন্টি সিরিজে ভালই নিচ্ছে ভারত। সেরাদের ছাড়াই ভুবনেশ্বরে সিরিজের প্রথম ম্যাচে শেষ বল থ্রিলারে ২ উইকেটে জিতে তিরুবনন্তপুরমে একটু বেশিই চাঙ্গা হয়েছে ভারত। ৪৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল সূর্যকুমারের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে এদিন শুরু থেকে ভারত ব্যাটারদের ব্যাটে উঠেছে ঝড়। ব্যাটিং পাওয়ার প্লে'র ৬ ওভারে ৭৭/১ স্কোরে অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে চাপা দেয়ার আবহ ছিল। দ্বিতীয় উইকেট জুটির ৫৮ বলে ৮৭ রান এবং শেষ দুই ওভারে ৪৫ রানে স্কোর টেনে নিয়েছে ২৩৫/৪-এ। টি-টোয়েন্টিতে এটা ভারতের ৫ম সর্বোচ্চ স্কোর।

এদিন ভারতের প্রথম ৩ ব্যাটার পেয়েছেন ফিফটি। দুই ওপেনার যইশাল (২৫ বলে ৯ চার, ২ ছক্কায় ৫৩), রুতুরাজ গাইকোয়াড (৪৩ বলে ৩ চার, ২ ছক্কায় ৫৮) এবং তিন নম্বরে ব্যাট করতে নামা ইশান কিষান (৩২ বলে ৩ চার, ২ ছক্কায় ৫২) করেছেন ফিফটি।

ডেথ ওভারের বোলারদের যম হিসেবে এদিনও যথারীতি হাজির রিংকু সিং (৯ বলে ৪ চার, ২ ছ্ক্কায় ৩১*)। অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে পেসার ন্যাথান এলিস ৩ উইকেট (৩/৪৫) এবং স্টয়নিচ ১ উইকেট (১/২৭) পেয়েছেন।

রান পাহাড়ে চাপা পড়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে (৫৩/৩) ব্যাকফুটে নামে অস্ট্রেলিয়া। ৫ম জুটিতে ৩৮ বলে ৮১ রানে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছে অস্ট্রেলিয়া। তবে লেগ স্পিনার রবি বিঞ্চয়ের বলে লং অনে টিম ডেভিড ক্যাচ দিলে (২২ বলে ৩৭) ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া।

মুখেশের বলে লং অনে ক্যাচ দিয়ে ফিফটি হাতছাড়া করেছেন স্টয়নিচ (২৫ বলে ২ চার, ৪ ছক্কায় ৪৫)। হার মেনে নিয়ে ব্যবধান কমানোর চেষ্টা করেছেন ম্যাথু ওয়েড (২৩ বলে ১ চার, ৪ ছক্কায় ৪২*)। ভারতের লেগ স্পিনার রবি বিঞ্চয় (৩/৩২) এবং পেসার প্রসিধ কৃঞ্চা (৩/৪১) তিনটি করে উইকেট পেয়েছেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন