বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ , ২০ শাবান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আইপিএলে খেলবেন না রুট

ক্রীড়া ডেস্ক ২৬ নভেম্বর , ২০২৩, ০৯:১৫:৫১

172
  • ছবি: ইন্টারনেট

কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে। তার আগে এখন চলছে খেলোয়াড়দের দলবদল ও রিটেনশন। এমন সময়ে ইংলিশ তারকা জো রুট জানিয়ে দিলেন ২০২৪ সালের আইপিএল খেলবেন না 

আইপিএলের আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে জো রুটকে দেখা যাবে না। রাজস্থান রয়্যালসকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই ইংলিশ তারকা। 

রোববার শেষ হবে রিটেনশন পর্ব। তার ঠিক একদিন আগে আইপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান রুট। বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা, ‘রিটেনশন কথোপকথনের সময় জো রুট আমাদের জানিয়েছেন এ, তিনি আইপিএল ২০২৪ এ অংশ নিবেন না।’

সাঙ্গা আরও বলেন,  ‘খুব কম সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ও তার চারপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন রুট। দলই তার শক্তি এবং রয়্যালসে তিনি যে অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন তা দল মিস করবে। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সবকিছুতে তার সাফল্য কামনা করি।’

গত আসরে রুট খেলেছিলেন । ২০২৩ সালের নিলামে তাকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল তারা। গোটা মৌসুমে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পান সাবেক এই ইংলিশ অধিনায়ক। তাতে মাত্র ১০ রান করেন তিনি। ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন