শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

হার্দিক পান্ডিয়ার ট্রান্সফার নিয়ে সমস্যায় মুম্বাই

স্পোর্টস ডেস্ক ২৫ নভেম্বর , ২০২৩, ১৯:২৬:৫২

261
  • হার্দিক পান্ডিয়া। ছবি-ক্রিকবাজ

গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পেয়েই ২০২২ সালে আইপিএলে এই ফ্রাঞ্চাইজিকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ট্রফি উপহার। ২০২৩ সালে তার নেতৃত্বে গুজরাট টাইটান্স হয়েছে রানার্স আপ।

এই দুই মৌসুমে গুজরাট টাইটান্সের জার্সিতে ৪১.৬৫ গড়ে এবং ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে  করেছেন ৮৩৩ রান। পেয়েছেন ১১ উইকেট।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনজুুরিতে পড়া হার্দিক পান্ডিয়া আইপিএলের পরবর্তী আসরে গুজরাট টাইটান্সে খেলতে রাজি নন। ২০১৫ থেকে ২০২১, এই ৭ বছর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে, এই ফ্রাঞ্চাইজিতেই ফিরতে চান হার্দিক পান্ডিয়া।  

তবে সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। হার্দিক পান্ডিয়াকে পেতে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫ কোটি টাকার চুক্তি করতে চাইছে। ট্রান্সফার ফি'র পুরোটা পাবেন না হার্দিক। ৫০ শতাংশ দিতে হবে গুজরাট টাইটান্সকে। এক্ষেত্রে গুজরাট টাইটান্স হবে লাভবান।

তবে সর্বশেষ নিলামে খেলোয়াড় সংগ্রহের বাজেট প্রায় ছুঁয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের নিলামের শর্ত অনুযায়ী ৫ লাখ রুপী মাত্র হাতে আছে তাদের। এদিকে রিটেনশনের সময়সীমা রোববার বিকেল ৪টায় শেষ হওয়ার কথা।

হার্দিক পান্ডিয়াকে পেতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে দিতে হবে ক্যামেরণ গ্রীন অথবা জোফরা আর্চারকে। এখন পর্যন্ত, বিসিসিআই নীরব দর্শক দর্শকের ভুমিকায় আছে।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন