বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আইপিএলে পুরোনো দলেই ফিরছেন পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক ২৫ নভেম্বর , ২০২৩, ১১:৫৮:১৩

124
  • ছবি: ইন্টারনেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরনো দল মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন হার্দিক পান্ডিয়া। এমনটাই জানিয়েছে, ক্রিকেট–বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পান্ডিয়াকে কেনা হবে পুরোপুরি নগদ টাকায়, অর্থাৎ দুই দলের ক্রিকেটারকে অদলবদল করে নয়।

মুম্বাইকে ১৫ কোটি রুপি দিতে হবে গুজরাটকে। এই অর্থ দিয়েই ২০২২ সালের আইপিএলের আগে পান্ডিয়াকে দলে নিয়েছিল গুজরাট। এর সঙ্গে মুম্বাইকে ট্রান্সফার ফিও দিতে হবে। তবে সেই অঙ্কটা কত, তা অবশ্য স্পষ্ট নয়। এই ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। 

পান্ডিয়াকে এত অর্থ খরচ করে দলে ভেড়ানোর জন্য নতুন চ্যালেঞ্জের সামনে পড়বে মুম্বাই। সর্বশেষ নিলামের পর তাদের কাছে আছে এখন ৫ লাখ রুপি। আগামী মৌসুমের নতুন নিলামের জন্য তারা আরও ৫ কোটি খরচ করতে পারবে, অর্থাৎ পান্ডিয়াকে দলে ভেড়াতে হলে কয়েক খেলোয়াড়কেই ছাড়তে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর সেটা করতে হবে ২৬ নভেম্বরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার মধ্যে।

২০২২ সালে গুজরাটের হয়ে প্রথম মৌসুমেই শিরোপা জেতেন পান্ডিয়া। সেটা অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। পরের মৌসুমেও দলকে ফাইনালে তোলেন এই অলরাউন্ডার। সেবার অবশ্য ফাইনালে চেন্নাইয়ের কাছে হেরে গেছে তারা। 

২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএল যাত্রা শুরু হয় পান্ডিয়ার। সেই মৌসুমে মুম্বাই তাকে কিনেছিল মাত্র ১০ লাখ রুপিতে। মুম্বাইয়ের হয়ে চারটি শিরোপা জিতেছেন পান্ডিয়া। ২০২২ সালে মেগা নিলামের আগে পান্ডিয়াকে ছেড়ে দেয় মুম্বাই।

পোলার্ড অবসর নেওয়ার পর থেকেই একজন পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি দেখা যাচ্ছে মুম্বাইয়ে। পান্ডিয়া ফিরলে নিঃসন্দেহে সেই ঘাটতি পূরণ হবে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন