শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

নিউ জিল্যান্ড সিরিজে টেস্ট দলে নতুন মুখ মুরাদ

ক্রীড়া ডেস্ক ১৮ নভেম্বর , ২০২৩, ১৮:৩০:৪৪

213
  • হাসান মুরাদ, ছবি: ইন্টারনেট

চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এজন্য শনিবার ১৫ সদস্যের টেস্ট স্কোয়ায ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরেই জানা গেল ঘোষিত দলে জায়গা পেয়েছেন নতুন এক মুখ। তিনি হলেন হাসান মুরাদ।  

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার কারণে এই সিরিজে খেলা হচ্ছে না উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ ছাড়া তাসকিন আহমেদ কাঁধের চোটের এই সিরিজে খেলতে পারছেন না।

এই সিরিজ থেকে আগেই নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তারকা ওপেনার তামিম ইকবাল। ফলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই কিউইদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে সিলেটে আগামী ২৮ নভেম্বর। দুই দলের পরের ম্যাচ হবে ঢাকায় আগামী ৬ ডিসেম্বর। 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন