শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ডোনাল্ডের বিদায়ে আবেগঘন বার্তা রিয়াদের

খেলা ডেস্ক ১৩ নভেম্বর , ২০২৩, ১৩:৩৩:০৬

233
  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন অ্যালান ডোনাল্ড। এরইমধ্যে দেশে ফিরে গিয়েছেন তিনি। তার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাটি প্রকাশ করেন রিয়াদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।’

বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের 'টাইমড আউট' নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশের পরই ডোনাল্ডকে নোটিশ দেয় বিসিবি। এরপর ডোনাল্ড নিজেই আর মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়ের শেষ ম্যাচ।

এরআগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি। ওটিস গিবসনের জায়গায় তাকে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল বিসিবি। পরে অবশ্য এক বছর সেই চুক্তির মেয়াদ বাড়িয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ বোর্ড। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন