সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

হৃদয়-শান্তর ব্যাটে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

খেলা ডেস্ক ১১ নভেম্বর , ২০২৩, ১০:৪৫:০৬

423
  • ছবি: ইন্টারনেট

সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ। তবে বাংলাদেশের লক্ষ্য ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। এজন্য শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে মরিয়া। এর পেছনে ছুঁটতে এদিন সকালে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস দারুণ শুরু এনে দেন। তারা এক পর্যায়ে ফিরলেও টাইগারদের পথ হারাতে দেননি নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। তাদের ব্যাটে দারুণ ছুঁটতে থাকা বাংলাদেশ দেখতে থাকে বড় স্কোরের স্বপ্ন। তবে নাজমুল ও মাহমুদউল্লাহ রিয়াদ রান আউটে কাটা পড়লে তাতে পড়ে ভাটা। হৃদয় অবশ্য এক প্রান্ত আগলে রেখে পথ চলতে থাকেন। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন মেহেদি হাসান মিরাজ। সে সময় হৃদয় অজি বোলারদের ওপর চড়াও হতে গিয়ে ফেরেন ৭৪ রানের চকচকে ইনিংস খেলে। যে কারণে বাংলাদেশ বড় স্কোরের আশা জাগালেও থামে ৩০৬ রানে। 
 
পুনের শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলটির হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন তৌহিদ হৃদয়। এদিকে ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। লিটন ও তানজিদ করেন ৩২ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে ৩২ রানে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। 
৬১ বলে হৃদয়ের হাফসেঞ্চুরি 
 
দারুণ খেলতে থাকা তৌহিদ হৃদয়ের অবশেষে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এজন্য তিনি খেলেছেন ৬১ বল। 
 
মাহমুদউল্লাহও রান আউটের শিকার 
 
জস হ্যাজেলউডের বল পুশ করে কাভারে ঠেলে দিয়েই রান নেওয়ার জন্য দৌড় দেন তৌহিদ হৃদয়। অপর প্রান্তে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ রান নেব কি নেব না ছিলেন দ্বিধা দ্বন্দ্বে। শেষ পর্যন্ত তিনি দৌড় দেন। কিন্তু সময় মতো নিরাপদ স্থানে পৌঁছাতে পারেননি তিনি। তার আগেই দারুণভাবে বল স্ট্যাম্পে লাগান লেবুশেন। ফেরার আগে রিয়াদের ব্যাট থেকে আসে ২৮ বলে ১ চার ও ৩ ছয়ে ৩২ রান। 
 
 
৩১.৫ ওভারে বাংলাদেশের ২০০ রান
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার শুরু থেকেই দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় দলটি ৩১.৫ ওভারে ২০০ রান পেরিয়ে গেছে। 
 
রানআউট নাজমুল
 
দারুণ খেলছিলেন। হৃদয়ের সঙ্গে জুটিতে শক্ত একটা ভিতই দাঁড় করাচ্ছিলেন। কিন্তু নাজমুল হোসেন শান্ত হয়ে গেলেন রানআউটে! স্কয়ার লেগে খেলেছিলেন, এমন পর্যায়ে ঝুঁকিপূর্ণ ডাবলস না নিলেই পারতেন। সেটিই করতে গেলেন নাজমুল। মারনাস লাবুশেনের ফিল্ডিং ও থ্রো—দুটিই ছিল দারুণ। শর্ট থেকে ছুটে গিয়ে ডাইভ দিয়েছেন, এরপর ঘুরে করেছেন থ্রো। বাকি কাজটি সেরেছেন জশ ইংলিস। ৬৬ বলে ৬৩ রানে ভেঙেছে তৃতীয় উইকেট জুটি।
 
ফের উইকেট ছুড়ে এলেন লিটন
 
জ্যাম্পাকে একটু সামনে ঝুঁকে তুলে মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিলেন লিটন দাস। তার দেয়া িসরাসরি ক্যাচ গেছে লং অনে থাকা মারনাস লাবুশেনের হাতে।
 
বাংলাদেশের ১০০
 
৯২ বলে দলীয় ১০০ রান পূর্ণ করেছে বাংলাদেশ। এ সময় ব্যাট করছেন লিটন ও নাজমুল। 
 
অ্যাবটের শর্ট বলে ফিরলেন তানজিদ 
 
দারুণ খেলতে থাকা তানজিদ হাসান তামিম অবশেষে ফিরলেন শট অ্যাবটের শর্ট বলে। ইনিংসের ১২তম ওভারে তিনি ফিরলেন অ্যাবটের হাতে ক্যাচ দিয়েই। ফেরার আগে তার ব্যাটি থেকে আসে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান।  
 
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
 
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস ভাগ্য সঙ্গী হয়নি বাংলাদেশের। যে কারণে দলটিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। 
 
আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে দলটির লক্ষ্য আজকের ম্যাচ জিতে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করা। 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাংলাদেশ পাচ্ছে না নিয়োমিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 
 
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে চোট পান সাকিব। তার বদলে এদিন টাইগারদের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।
 
বাংলাদেশ দলে এদিন এসেছে তিনটি পরিবর্তন। অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এছাড়া দলে ঢুকেছেন শেখ মেহেদি এবং মোস্তাফিজুর রহমান।
 
বাংলাদেশ একাদশ
 
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত( অধিনায়ক) মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
 
অস্ট্রেলিয়া  একাদশ
 
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টোয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
 
নিউজজি/সিআর

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন