রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

তারপরও তৃপ্তির ঢেকুর তুলছেন না তানজিদ

শামীম চৌধুরী, পুনে (ভারত) থেকে ২০ অক্টোবর , ২০২৩, ১০:১৯:৩২

289
  • ফিফটির পথে তানজিদের একটি শট। ছবি-ইন্টারনেট

ওডিআই ক্যারিয়ারে প্রথম ৭ ইনিংসে সর্বসাকূল্যে রান ৫৬। নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৬, চেন্নাইয়েও ১৬। তামিম ইকবালের জায়গায় বিশ্বকাপে এই ছেলেটিকে স্কোয়াডে নেয়ায় কম সমালোচনা হয়নি।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনভিজ্ঞ এক ক্রিকেটারকে নিয়মিত ওপেনিংয়ের সবুজ সংকেত দেয়ায় কোচ হাতুরুসিংহে, অধিনায়ক সাকিবকেও আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ছেড়েছেন অনেকে। অথচ এই ছেলেটিই অবশেষে হাতুরুসিংহে-সাকিবের হয়ে ব্যাটে জবাব দিয়েছেন।

ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি করেছেন বিশ্বকাপে, ভারতের বিপক্ষে। শুরু থেকে আক্রমনাত্মক ব্যাটিংয়ে আগমনী বার্তার জানান দিয়েছেন। শার্দুল ঠাকুরকে কাভারে সিঙ্গল নিয়ে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে থেমেছেন ৫১ রানে।

চায়নাম্যান কুলদ্বীপ যাদবকে সুইপ করতে যেয়ে এলবিডাব্লুউতে থেমেছেন তানজিদ। তবে ফেরার আগে ৪৩ বলে ৫১ রানের ইনিংসে মেরেছেন ৫টি চার, ৩ ছক্কা। ১১৮.৬ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে পেয়েছেন প্রশংসা। 

লিটনের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে  ৯৩ রান বিশ্বকাপে বাংলাদেশের এই জুটিতে সর্বোচ্চ। এর আগে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ছিল ৬৯। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে মেহরাব হোসেন অপি-শাহরিয়ার হোসেন বিদ্যুৎ করেছিলেন সেই রেকর্ডটি। 

ইনিংসের পর ইনিংস ব্যর্থ হওয়ার পরও ওপেনিংয়ে ব্যাটিংয়ের ফ্রি লাইসেন্স দিয়েছে টিম ম্যানেজমেন্ট তামিমকে। সেই আস্থার প্রতিদান দিতে পেরেছেন। এবং অব্যাহত এই সমর্থনের প্রতিদান সামনে আরও দিবেন বলে সংকল্প তানজিদের-‘সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।টিম ম্যানেজমেন্ট, কোচ, তাদের বিশ্বাস ছিল যে আমি ভালো কিছু করব। আমি সেভাবেই করার চেষ্টা করছি। গত তিন ম্যাচে ব্যর্থ হয়েছি। আজকে কিছুটা করতে পেরেছি। চেষ্টা করব এখানে যে ঘাটতিগুলি আছে, তা পরের ইনিংসে পুষিয়ে দেয়ার।’

 

নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে, তারপরও পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না ছোট তামিম। ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমকে সেই অতৃপ্তির কথাই বলেছেন‘যদি এই জায়গা থেকে ইনিংসটা বড় করতে পারতাম, তাহলে দলের জন্য ভালো হতো, আমার জন্যও ভালো হতো। দল না জিতলে যত রানই করি না কেন, তা মূল্যহীন হয়ে যায়। দল জিতলে, দলের জন্য অবদান রাখতে পারলে নিজের কাছে ভালো লাগে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন